আজকের পর্বে আমরা ImageMainView ক্লাসের সেটিংস্ এর সেটআপ শেষ করব। এখানে মেইন ক্লাসের বেশ কিছু বেসিক সেটআপ করতে হবে, যেমন viewPage এর সাথে FragmentPager পেজকে adapt করা, বাটন এর প্রেস অনুযায়ী পেজের পজিশন সেট করা পাশাপাশি এর position অনুযায়ী এর বাটন গুলিকে visible ও invisible করা।
FramentPager এ ইমেজকে পজিশন অনুযায়ী সেট করে দেয়ার জন্য আমদের নিচের এই কোডটুকু লাগবেঃ
public Fragment getItem(int position)
{
FragmentImageView f = FragmentImageView.newInstance();
f.setImageList(itemData.get(position));
return f;
}
তারপর পেজকে FragmentPagerAdapter এর সাথে adapt করার জন্য মেইন ক্লাস এ নিচের এই কোডটুকু লাগবে
setPage(position);
adapter = new FragmentPagerAdapter(getSupportFragmentManager(),itemData);
viewPage.setAdapter(adapter);
তারপর বাটনকে পজিশন অনুযায়ী visible ও invisible হওয়ার জন্য আমদের নিচের এই কোডটুকু আমাদের ImageMainView জাভা ক্লাস এ দিয়ে দিতে হবে
publicvoid setPage(int page) {
if (page == 0 && totalImage > 0)
{
btnNext.setVisibility(View.VISIBLE);
btnPrevious.setVisibility(View.INVISIBLE);
}
else (page == totalImage - 1 && totalImage > 0)
{
btnNext.setVisibility(View.INVISIBLE);
btnPrevious.setVisibility(View.VISIBLE);
}
পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব কিভাবে অ্যাপ এ অ্যাড ও Google PlayStore কিভাবে অ্যাপ আপলোড করা যায় তা জানার জন্য।
ধন্যবাদ সবাইকে।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon