আজকের পর্বে আমরা এন্ড্রয়েড অ্যাপ এ কিভাবে Admob অ্যাড যোগ করব সেই পর্বটি শেষ করব। গত পর্বে আমরা xml লেআউট এ অ্যাড এর জন্য প্রয়োজনীয় কোডগুলো সেট করেছিলাম। আজকের পর্বে আমরা AndroidManifest ও MainActivity তে প্রয়োজনীয় কোডগুলো সেট করব। admob অ্যাড enable করার জন্য AndroidManifest এ ডিফল্ট কিছু কোড লাগে। অ্যাড প্রদর্শন এর জন্য AndroidManifest এ ডিফল্ট যে কোডগুলো লাগে তা নিচে দিয়ে দেয়া হলঃ
<?xml version="1.0" encoding="utf-8"?>
<manifest xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
package="com.coderart.admob" >
<!-- Include required permissions for Google Mobile Ads to run-->
<uses-permission android:name="android.permission.INTERNET"/>
<uses-permission android:name="android.permission.ACCESS_NETWORK_STATE"/>
<application
android:allowBackup="true"
android:icon="@drawable/ic_launcher"
android:label="@string/app_name"
android:theme="@style/AppTheme" >
<!--This meta-data tag is required to use Google Play Services.-->
<meta-data android:name="com.google.android.gms.version"
android:value="@integer/google_play_services_version" />
<activity
android:name=".MainActivity"
android:label="@string/app_name" >
<intent-filter>
<action android:name="android.intent.action.MAIN" />
<category android:name="android.intent.category.LAUNCHER" />
</intent-filter>
</activity>
<!--Include the AdActivity configChanges and theme. -->
<activity android:name="com.google.android.gms.ads.AdActivity"
android:configChanges="keyboard|keyboardHidden|orientation|screenLayout|uiMode|screenSize|smallestScreenSize"
android:theme="@android:style/Theme.Translucent" />
</application>
</manifest>
তারপর আমাদের যা করতে হবে তা হচ্ছে অ্যাড প্রদর্শন এর জন্য MainActivity তে প্রয়োজনীয় কোডগুলো initialize করে দেয়া। এর জন্য নিচের কোডগুলো দিয়ে দেয়-
package com.coderart.admob;
import com.google.android.gms.ads.AdRequest;
import com.google.android.gms.ads.AdView;
import android.os.Bundle;
import android.app.Activity;
public class MainActivity extends Activity {
@Override
public void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
AdView adView = (AdView) this.findViewById(R.id.adView);
// Request for Ads
AdRequest adRequest = new AdRequest.Builder()
// Add a test device to show Test Ads
.addTestDevice(AdRequest.DEVICE_ID_EMULATOR)
.build();
// Load ads into Banner Ads
adView.loadAd(adRequest);
}
}
তারপর অ্যাপটি রান করলে তা নিচের মত করে অ্যাড প্রদর্শিত হবে।
এরপর apps.admob.com এই লিঙ্ক এ গেলে নিচের মত ক্লিক প্রতি কত আয় হচ্ছে টা দেখতে পাবেন।
এই ছিল আজকের এন্ড্রয়েড এ Admob অ্যাড এর শেষ পর্ব।
ধন্যবাদ সবাইকে।
এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর সর্বশেষ পর্ব সম্পর্কে নোটিফিকেশান পেতে লাইক করুন ফেসবুকের এই পেইজে এ।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon