টুইটার বুটস্ট্রাপ

টুইটার বুটস্ট্রাপ নিয়ে নতুন কিছু বলার
নেই । রেসপনসিভ ওয়েব ডিজাইনের এর
জন্য দারুন এক ফ্রেমওয়ার্ক । তাই এই
ডকে আমি এমন কিছু টুলস বা সাইটের
নাম দেয়ার
চেষ্টা করবো যেগুলো আপনার
ডেভালপমেন্টের হাত কে আর দ্রুত
গতি দেয় ।
এই লিস্ট টা আমি সময়ে সময়ে আপডেট
করার
চেষ্টা করবো আপনারা চাইলে কন্টিব
করতে পারেন । তবে রির্সোস
গুলো অবশ্যই বুটস্ট্যাপ রিলেটেড
হতে হবে।
Google Bootstrap
কি চমকে গেলেন না তো হ্যা গুগলের
অনেক কাজেই টুইটার বুটস্ট্রাপ ব্যবহার
করা হয়। আপনি ভালো করে খেয়াল
করে দেখলে ইউটিউব এর ডিজাইনের
পরের থেকেই গুগল অনেক কিছুর
ডিজাইনে বুটস্ট্রাপ ব্যবহার করেছে।
আরো জানার জন্য ঘুরে আসতে পারেন
এখান থেকে।
http://todc.github.com/google-bootstrap/
index.html
Stylebootstrap
টুইটার বুটস্ট্রাপ এর টাইপোগ্রা
ফি ,বাটনস ,নেভিগেশন ,ফর্ম
এলিমেন্টেস ইত্যাদি কে অনালাইন
নে এডিটিং এর জন্য দারুন একটি সাইট
হছে ।
http://stylebootstrap.info
Bootstrap PSD
বুটস্ট্রাপ বিভিন্ন গ্রাফিক UI element এর
পিএসডি এখানে পাবেন কর্মাশিয়াল
ও ফ্রী ভেদে ।
http: //gui.repixdesign.com
Fuel UX
ফুয়েল ঊক্স এ এমন কিছু জাভাস্কীটের
ব্যবহার করা হয়েছে যেগুলো সাধারন
বুটস্ট্যাপে নাই । তাই
পারলে এগুলো ব্যবহার করতে পারেন
আপনার কাজের প্রোয়োজন অনুযায়ী ।
Bootswatch
বুটসওয়াচ হচ্ছে এক ধরনের বুটস্ট্রাপ বেসড
এক ধরনের থীম সাইট ।এখানে সেই সব
ডিজাইনের
দেয়া হয়েছে যে গুলো বুটস্ট্রাপের
মাধ্যমে করা হয়েছে ।
আরো জানতে
http://bootswatch.com/
Buttons Generator for Twitter Bootstrap
বুটস্ট্রাপের বাটন বানানোর জন্য দারুন
এক সাইট ।
http://charliepark.org/bootstrap_buttons
Jasny Bootstrap
Jasny Bootstrap হচ্ছে এক ধরনের বুটস্ট্রাপ
কিছু এক্সটা কোম্পোনেন্ট যোগ
করা হয়েছে ।যেমন –ফাইল
আপলোড,পেজ এল্যার্ট।
http://jasny.github.io/bootstrap/
Bootstrap Lightbox
বুটস্ট্রাপে যেভাবে একটা লাইটবক্স
ইফেক্ট দিতে পারেন । তার উদাহরন
http://jbutz.github.com/bootstrap-lightbox
BootMetro
মাইক্রেসফটের মেট্রো স্টাইল বেসড
ওয়েব এ্যাপের জন্য
বুটমেট্রো টা দেখতে পারেন।
http://aozora.github.com/bootmetro/
Bootstrap video player
http://html5-ninja.com/preview/index
Bootstrap Image Gallery
http://blueimp.github.com/Bootstrap-Image-
Gallery/
BootstrapWP
wordpress lover দের জন্য
http://bootstrapwp.rachelbaker.me
Bootstrap Wysihtml5 Editor
Bootstrap Wysihtml5 হচ্ছে এক ধরনের রিচ
টেক্সট এডিটর ।
http://jhollingworth.github.com/bootstrap-w
ysihtml5
Bootstrap Arrows.
http://bootstrap-arrows.iarfhlaith.com
Bootstrap Sass
বুটস্ট্রাপ এর সাস ভার্সন
https://github.com/thomas-mcdonald/
bootstrap-sass

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment