স্মার্টফোন ব্যবহার করছেন, কিন্তু র্যাম কম নিয়ে ঝামেলায় আছেন? স্মার্টফোনের র্যাম যদি কম হয় তবে এক কথায় ফোনটি আপনি চাইলেও স্মার্টলি ব্যবহার করতে পারবেন না। কারণ স্মার্টফোনে র্যাম কম হলে এতে হাইডেফিনেশান কোনও গেমস, অ্যাপ চালানো যায়না, চালালেও ফোন হ্যাং করে। আজ আমরা জানব কিভাবে স্মার্টফোনের র্যাম বাড়িয়ে নেয়া যায়।
স্মার্টফোনের র্যাম বাড়াতে বেশ কিছু অ্যাপস পাওয়া যায়, আজ আমরা দুটি অ্যাপস ব্যবহার করে স্মার্টফোনের র্যাম বাড়িয়ে নেয়ার বিষয়ে বিস্তারিত জানব। তবে এক্ষেত্রে আপনার ডিভাইসটি অবশ্যই রুটেড হতে হবে। যাদের ডিভাইস রুটেড না তাদের জন্য কিভাবে এক মিনিটে রুট করবেন তা নিয়ে পরে বিস্তারিত টিউটোরিয়াল দেয়া হবে।
র্যাম বাড়াতে আপনার যা যা লাগবেঃ
১) একটি ক্লাস ৮ বা ১০ Micro SD Card (যার নুন্যতম স্পীড থাকতে হবে ৮MBPS)
২) যেসব অ্যাপ্লিকেশান লাগবে, BusyBox Installer apps এবং Ram Expender অথবা Simple Root Swap
আপনি Ram Expender কিংবা Simple Root Swap উভয় অ্যাপ ব্যবহার করেই র্যাম বাড়াতে পারবেন। আমরা দুই অ্যাপ ব্যবহার করেই কিভাবে র্যাম বাড়ানো যাবে তা একে একে শিখবো। প্রথমে প্রয়োজনীয় অ্যাপ গুলো ডাউনলোড করে নিন।
উপরে দেয়া সব কয়টি অ্যাপস ইন্সটল করে আপনার সুপার ইউজার মেন্যুতে প্রবেশ করে অ্যাপস সমূহ গ্রেন্ট করুন। নিচের ছবির মত।
জেনে নিন অ্যান্ড্রয়েডের অতিরিক্ত নেট ব্যবহার বন্ধ করবেন কি ভাবে!
এবার আপনি আপনার রুটেড ডিভাইসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ BusyBox Installer চালু করে তা ইন্সটল করুন। এক্ষেত্রে অ্যাপ চালু করলেই আপনার ডিভাইসের বিস্তারিত আপনাকে জানাবে, নিচে ইন্সটল, আনইনিস্টল লিখা দেখবেন। ইন্সটল এ ক্লিক করুন এবং অপেক্ষা করুন। ইন্সটল হলেই আপনাকে নটিফিকেশান দিয়ে জানাবে।
এবার জেনে নিন কিভাবে Ram Expender দিয়ে র্যাম বাড়াবেনঃ
প্রথমে Ram Expender অ্যাপটি চালু করুন। এক্ষেত্রে আপনাকে আপনার মেমরি কার্ডে আপনার নির্দেশিত অংশ র্যাম হিসেবে ব্যবহার করার জন্য Swap করে নিতে হবে। এর জন্য Ram Expender এ Swap ফাইলের ঘরে ইন্ডিকেটরকে ডানে বামে সরিয়ে আপনার কাঙ্ক্ষিত Swap ফাইল এর সাইজ দিয়ে দিতে হবে। মনে রাখবেন এখানে আপনি যে সাইজ দিবেন তাই আপনার বাড়তি র্যাম হিসেবে ব্যবহার হবে। আপনার সেটের RAM যদি ৫১২mb হয় তাহলে আপনি ৫১২ mb / ১GB RAM বাড়াতে পারবেন। আপনার মেমোরি কার্ড যদি ৪ জিবি হয় তবে সর্বচ্চ ৫১২ আর ৮ জিবি হলে সর্বচ্চ ৮৫০ সোয়াপ সাইজ সিলেক্ট করে সোয়াপ একটিভ এনাবেল করে দিন।
আরও জানুন অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটে যেভাবে ফ্যাক্টরি রিসেট করবেন!
“Swappiness” লেখার উপর ক্লিক করলে যে বক্স আসবে সেখানে ৫০ লিখুন। আপনি ০ থেকে ১০০ যেকোনও মান ব্যবহার করতে পারেন। ০ দিলে মেমরি কার্ড RAM হিসাবে ব্যবহার হবে না। মান যত বাড়াবেন মেমোরি কার্ডের RAM তত বেশি ব্যবহার হবে। তবে খুব বেশি দিলে কার্ড ক্রাশ করার সম্ভাবনা থাকে তাই মাঝামাঝি দেয়াই ভালো।
MinFreeKB লেখায় ক্লিক করে ১-১০০ যা ইচ্ছা দিন। এর মাঝে হচ্ছে কিছুটা র্যাম খালি রাখবে যদি র্যাম বেশি ব্যবহার হয়।
সব শেষে উপরে “Notify Icon” ও “Autorun” সহ সব ঘরে টিক দিয়ে দিন। শেষে “Swap active” লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে। এই সময়ে অন্য কোন কাজ করবেন না, অপেক্ষা করুন।
Swap File Create হয়ে গেলে এবার আপনার কাজ শেষ, উপরের ছবির মত আপনার টোটাল র্যাম দেখাবে। নটিফিকেশান অন রাখার কারণে Swap active হলে সাথে সাথে আপনার নটিফিকেশান বারে নিচের ছবির মত নটিফিকেশান আসবে।
এবার চলুন জেনে নেয়া যাক Simple Root Swap দিয়ে কিভাবে র্যাম বাড়াবেনঃ
Ram Expender এর Swap active এ আন-টিক দিয়ে মেমোরি কার্ডে যেয়ে সোয়াপ ফাইলটি মুছে দিন। এবার Simple Root Swap অ্যাপস টি চালু করুন, চালু করলেই ডিসপ্লেতে সোয়াপ ফাইল তৈরি করতে বলবে। এখানে সংখ্যা ঘরে আপনার কাঙ্ক্ষিত সাইজ দিন। এখাত্রে ৫১২, ৮৫০ দিলেই ভালো। এবার রি/ক্রিয়েট ঘরে ক্লিক দিলেই কিছুটা সময় নিয়ে সোয়াপ ফাইল তৈরি করবে। ফাইল তৈরি হয়ে গেলে নটিফিকেশান দেখাবে। এবার অটোস্টার্ট এ ক্লিক দিয়ে, অন এ ক্লিক দিন। হয়ে গেল! আপনার ডিভাইসে আপনার তৈরি বাড়তি র্যাম যুক্ত হয়ে গেলো।
ডিভাইস কম্পিউটারে সংযোগ দেয়ার সাথে সাথে সোয়াপ অফ হয়ে যাবে। আবার কম্পিউটার থেকে ডাটা ক্যাবল খুললেই সোয়াপ চালু হবে। এছাড়াও হুট হাট মেমোরি কার্ড খোলা যাবেনা।
খান থেকে Ram Expender ফ্রি ভার্সন নিয়ে নিন।
https://www.dropbox.com/s/27p0c09yyqmu002/RAM-EXPANDER%20%28SWAP%29%20v1.87%20full%20android%20version.apk
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon