সি++ শিখুন বাংলায় তাও আবার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে, সাথে প্রাকটিস করার জন্য সমস্যা ও সমাধান [পর্ব-০১] :: গুরুত্বপূর্ণ কিছু তথ্য

আজকের পর্ব থেকে শুরু হচ্ছে সি++ এর যাত্রা । প্রথমে আমরা জানবো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসার কারন কি ? আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কেন ব্যাবহার করা হয় । এর জন্য নিচের ভিডিওটি দেখুন ।

হুম প্রকৃতপক্ষে সি থেকেই সি++ আসছে । তাই সি তে যা কিছু সাপর্ট করে তা সি++ এ করবে । সি++ এর যে ফিচারটি সি++ এর মান সি এর থেকে অনেক বাড়িয়ে দিয়েছে তা হল ও ও পি (OOP) মানে অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং । এই OOP কি তা জানতে নিচের ভিডিওটি দেখুন ।

এবার আসি  কম্পাইলার নিয়ে । আমাদের সবার একটি পছন্দের কম্পাইলার হল কোডব্লকস । হে হে তাই তো । কিন্তু বাস্তব কথা হল কোডব্লকস কোন কম্পাইলার না । IDE ( Integrated Development Environment  ) । IDE সম্পর্কে ভালো করে জানতে হলে নিচের ভিডিওটি দেখুন । এটি সি এর ভিডিও তৈরি করার সময় তৈরি করেছিলাম । এখানে কোডব্লকস সেটআপ দেওয়ার পাশাপাশি IDE কি তা বোঝানর চেস্টা করেছি ।

এখন দেখুন কোডব্লকস যখন কম্পাইলার না তাহলে কোডব্লকস ছারাই আমরা যে কোন প্রোগ্রাম রান করতে পারব । হে আমাদের কাছে যদি কম্পাইলার থাকে তবে আমরা নোটপ্যাড এ কোড লিখে রান করতে পারি । বিশ্বাস না হলে নিচের ভিডিওটি দেখুন ।

এই গেলো সাধারন কথাবার্তা । পরবর্তি পর্বে আমরা সি++ এর কোড করা শুরু করব ।

আমি ধরে নিয়েছি যে আপনারা সি++ শিখার আগে সি ভালো করে শিখে এসেছেন । যদি তা না করেন তবে আগে সি করেন । কারন আমি এখানে সি এর কোন অংশ আলোচনা করব না মানে লুপ, এরে, ফাংশন ইত্যাদি । সি এর অনেক রিসর্স আছে অনলাইনে । সি এর উপর আমার ১২৫ টি বাংলা টিউটোরিয়াল আছে । আপনারা দেখতে পারেন । আশাকরি উপকারে আসবে ।

আজকের সমস্যাঃ

১।  Compiler, Interpreter ও IDE কি?

আমি মোঃ শরীফ চৌধুরী । এখন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , দিনাজপুর এ সিএসই তে পড়াশুনা করতেছি । সি++ এর আগে আমি সি নিয়ে কাজ করেছি । আমার একটি ছোট সাইট আছে আপনারা দেখতে পারেন । http://www.techsharif.com/

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment