হ্যালো বন্ধুরা কেমন আছ সবাই?? আশা করি নতুন কিছু শেখার প্রত্যয়ে ভালোই যাচ্ছে দিন গুলো।
আজকে আমার ৩য় c++ tutorial পর্বে আমি variable নিয়ে আলোচনা করবো। c++ এর একটা বড় অংশই variable নিয়ে। যেটা হয়তোবা আমি ব্যাখ্যা করে শেষ করতে পারবোনা। যদি তোমরা আগের টিউটোরিয়াল গুলো স্মরণ করো তাহলে বুঝতে অবশ্যই কোন সমস্যা নাই স্টেটমেন্ট এর ব্যাপারে। variable টি ব্যাসিকালি একটি অবস্থানের অর্ডার মাত্র।
উদাহরণ স্বরূপ যদি আমি বলি
x=hemel
এর পরে আমি বলতেছি
i love x
তখন প্রোগ্রামটি সরাসরি বুঝতে পারবে যে x মানে এখানে hemel কে বুঝানো হচ্ছে। ওকে বিষয়টা সহজ করার জন্যে আরও একটা উদাহরণ দিচ্ছি
আমি বলতেছি যে
x=10
এখন এবার বলতেছি যে
5+x
তার মানে এখানে 5+x এ 10 এর অবস্থান অর্ডার মাত্র। ওকে বন্ধুরা তাহলে চলো দেখি কিভাবে c++ এ variable এর ব্যাবহার করবো।
c++ এ variable ব্যাবহার করতে প্রথমে আমাদের উল্লেখ করতে হবে আমরা কোন ধরনের variable ব্যাবহার করতে চাচ্ছি। ডাঁটা টাইপ অবশ্যই ব্যাক্ষার দাবি রাখে।আমি পরবর্তী টিউটোরিয়াল এ এ বিসয় নিয়ে আলচনা করবো।
আমি আজকে intiger data type ব্যাবহার করে variable তৈরি করবো। intiger data type মানে হচ্ছে পূর্ণ সংখ্যার ব্যাবহার। কোন দশমিক সংখা নয়। intiger data type কে c++ এ int হিসেবে ব্যাবহার করা হয়। int এর পরে আমরা আমাদের variable এর নাম বসাবো। তো আমি variable টির নাম দিচ্ছি nilpakhi
এখন আমি বলতেছি nilpakhi= 7
এখন c++ এ লিখলে নিচের মত হবে।
#include<iostream>
using namespace std;
int main()
{
int nilPakhi = 7;
cin.get();
return 0;
}
ওকে এখন আমাদের একটি variable আছে যেটার নাম nilpakhi আর c++ জানে এটা intiger যার ভ্যালু হচ্ছে 6
এখন আমরা যদি variable টিকে display করতে চাই
তাহলে
#include<iostream>
using namespace std;
int main()
{
int nilPakhi=6;
cout<<"i love "<<nilPakhi<<endl;
cin.get();
return 0;
}
এভাবে লিখে প্রোগ্রাম টি রান করলে ডিসপ্লে টে আমরা variable টি দেখতে পাবো।
তো বন্ধুরা চল ছোট একটা ক্যালকুলেটর বানিয়ে ফেলি। একি ভাবে আমরা দুইটি variable নিব।
উদাহরণ স্বরূপ আমরা int x;
int y;
নিলাম। আর এদের মান যথাক্রমে 30,40
এখন আমরা আরও একটি variable নিব
int sum;
এখন আমরা যদি যোগ এর ক্যালকুলেটর বানাতে চাই তাহলে নিচের মত কোড টাইপ করো।
#include<iostream>
using namespace std;
int main()
{
int x=30;
int y=40;
int sum;
sum=x+y;
cout<<sum<<endl;
cin.get();
return 0;
}
এখন প্রোগ্রামটি রান করলেই আমরা ডিসপ্লে তে x+y এর মান দেখতে পাবো।
থিক একি ভাবে আমরা বিওগ,ভাগ ও করতে পারব। যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে শুধু x+y এর + এর জায়গায় - বসিয়ে দিলেই হয়ে যাবে;
আশা করি টিউটোরিয়াল টি বুঝতে কার অসুবিধা হবেনা। এরপরেও যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon