আডসেন্স সম্পরকে জানুন

অ্যাডসেন্স (ইংরেজি: AdSense) গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এটি মূলত একটি লাভ-অংশিদারী প্রকল্প যার দ্বারা ব্যবহারকারী তার ওয়েবসাইটে ব্যবহৃত বিজ্ঞাপনের বিষয়বস্তু থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হন। একটি ওয়েবসাইটের মালিক কিছু শর্তসাপেক্ষে তার সাইটে গুগল নির্ধারিত বিজ্ঞাপণ প্রদর্শনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। আজকের অনলাইন বিশ্বে এই বিষয়টি ব্যপক সাড়া জাগিয়েছে।
২০১০ সালের Q1তে, গুগল $২.০৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল ($৮.১৬ বিলিয়ন বার্ষিক), অথবা অ্যাডসেন্সের মধ্য দিয়ে মোট রাজস্ব ৩০% আয় করেছিল। এডসেন্স গুগলের বিজ্ঞাপন প্রচার প্রোগ্রাম। এ প্রোগ্রামের মাধ্যমে গুগল তৃতীয় পরে বিভিন্ন বিজ্ঞাপন ওয়েবমাস্টার এবং ব্লগের মালিকদের নিকট বন্টন করে। ওয়েবসাইটে গুগল এডসেন্স বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ওয়েবমাস্টাররা অর্থ উপার্জন করতে পারে। বিজ্ঞাপণদাতাদের নিকট থেকে প্রাপ্ত অর্থের ৬০ থেকে ৭০ শতাংশ ওয়েবমাস্টরদের মাধ্যমে বিতরণ করে গুগল। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যেকেউ অর্থ আয় করতে পারে। প্রচুর বাংলাদেশী ব্লগার এবং ওয়েবসাইটের মালিক গুগল অ্যডসেন্সের বিজ্ঞাপণ প্রদর্শণের মাধ্যমে বর্তমানে অর্থ আয় করছেন। গুগল অ্যডসেন্সের মাধ্যমে আয় করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটের নুন্নতম কিছু ভিজিটর প্রয়জন হবে। আপনার ব্যবহারের ইন্টারনেট এর আই পি এড্রেস হতে হবে নির্দিষ্ট। অতঃপর আপনাকে গুগল অ্যডসেন্সে সাইন আপ করতে হবে। এরপর গুগল আপনার ওয়েব সাইট পর্যবেক্ষন করার পরে আপনার দেয়া সব ইনফরমেশন ও রিক্রুইটমেন্ট ঠিক থাকলে ওয়েবসাইট এ বিজ্ঞাপন প্রকাশ করবে এবং আপনাকে একটি কোড দেয়া হবে যা হবে আপনার পেমেন্ট পাওয়ার পাসয়ার্ড।

কিভাবে Google Adsense এর মাধ্যমে আয় করা যায়?
Google Adsense থেকে অর্থ আয় করতে চাইলে প্রথমে আপনাকে একটি Website তৈরি করতে হবে। সেটা যে কোন ধরনের Website হতে পারে। যেমন: Google Website, Blog site, Forum Site, Article site সহ যেকোন ধরনের Website. তবে এখানে একটি শর্ত হলো Website এর Content হতে হবে মৌলিক। অন্য কোন Website থেকে Copy করে হবুহু দেয়া যাবে না। কারণ Google এটাকে গ্রহণ করবে না Adsense পাওয়ার ক্ষেত্রে। তাছাড়া আমাদের ওয়েবসাইটের বিভিন্ন CONTENT গুলোকে নিয়মিত Update করতে হবে। ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য নিয়মিত Search Engine Optimization এর কাজ করতে হবে।
Google Adsense যদি আপনি পেয়ে থাকেন। তাহলে Google আপনাকে কিছু এ্যাড এর কোড দিবে। সে গুলোকে আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজে বসাতে হবে, আপনার ওয়েবসাইটে যেসব ভিজিটর ডুকবে তাদের দেখার জন্য। আপনার ওয়েবসাইটের ভিজিটরগন যদি Google এর দেয়া Add গুলোতে Click করে। তাহলে আপনার Income হবে। সাধারণত একটি Click এ .20$ থেকে 1$ পর্যন্ত Income হয়ে তাকে। যদি আপনি বেশি Income করতে চান। তাহলে আপনার একাধিক WEBSITE লাগবে।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment