প্রায়ই অনেকে ফেসবুকে, মেইলে, ফোন করে বা দেখা করে জানতে চায় ভাই ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখতে কতদিন সময় লাগবে? অদ্ভুত তাদের আর্জি-
১। ভাই আমি আপাতত কিছুদিন ফ্রী আছি, ভাবছি এই কয়েকদিনে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখবো। হবে না ভাই?
২। ভাই আমার অনার্স শেষ চাকরি খোঁজার পাশাপাশি যদি ওয়েব ডিজাইন শিখি তাহলে কতদিন সময় লাগবে?
৩। ভাই আমি অমুক সাবজেক্টে পড়ি আমি কি এটা পারবো? আর কতদিন লাগবে?
আমি সবচেয়ে অবাক হই যখন দেখি কারো কারো মাঝে এ পরিমাণ ব্যস্ততা যেন ভাই এমন কিছু বলেন যেন দুই মিনিটের ভিতর ওয়েব ডিজাইনার ডেভেলপার হতে পারি। ভাই এটা নুডুলস রান্না না যে দুই মিনিটের ভিতর কমপ্লিট হয়ে যাবে। আমার মতে সময়টা কিছু ফ্যক্টরের উপর নির্ভরশীল। আজ আমি সেই ফ্যক্টরগুলো নিয়ে আলোচনা করবো-
১। গ্রাবিং ক্যাপাবিলিটিঃ প্রথম ফ্যক্ট হল কোন বিষয় আপনি কত সহজে গ্রাব করতে পারেন। অর্থাৎ এটা আপনার একটা দক্ষতা। কোন নুতন বিষয় আপনি যত তাড়াতাড়ি ধরতে পারবেন আপনার সময় তত কম লাগবে।
২। কন্টিনিটিঃ আমার মতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যক্ট। আপনি কাজ শেখা শুরু করার পর ধামধুম কিছুদিন করে আবার ইস্তফা দিতে পারেন। এটা আপনার জন্য হুমকি স্বরূপ। শেখার মাঝে গ্যাপ পড়লে আবার শুরু থেকে শিখতে হবে। সুতরাং কন্টিনিটি ধরে রাখুন।
৩। প্রাকটিস এন্ড প্রাকটিসঃ আপনি যতটুকু শিখবেন সেটা বার বার প্রাকটিস করুণ। ভুলেও কখনও কোড কপি করবেন না।
৪। টাইম প্যাকেটঃ কোন কিছুতে সফলতা পাবার জন্য এটা আধুনিক একটা পদ্ধতি। আপনি প্রথমে কোন একটা বিষয় সিলেক্ট করুন অতঃপর একটি টাইম প্যাকেট তৈরি করুন, এটা টপিকের উপর নির্ভর করে হতে পারে ৭ দিন, ৫ দিন বা আরো বেশি। আপনি ঐ সময়ে টপিকের বাইরে অন্য কোন কাজে হাত দিবেন না।
৫। সাপোর্টঃ আপনি কি শিখবেন, কিভাবে শিখবেন, কোথা থেকে শুরু করবেন ইত্যাদি বিষয়ে যদি অন্য কোথাও থেকে হেল্প পান তবে আপনার কাজ শেখার সময় কম লাগবে।
৬। সোর্সঃ আপনাকে প্রথমে জানতে হবে আপনার কি কি বিষয় শিখতে হবে, আর ঐ সব বিষয় শেখার সঠিক সোর্স কি কি। সঠিক সোর্স আপনাকে দ্রুত আপনার গন্তব্যে পৌঁছে দিবে।
মোদ্দা কথাঃ কাজ শিখতে হলে প্রথমে আপনার ঐ বিষয়ে অগাধ ভালবাসা থাকতে হবে। এখানে সময়টা কোন ফ্যক্ট না। আপনি যদি তাড়াহুড়া করেন তবে তার ফলাফল সুদূরপ্রসারী হবে না। নিজেকে সময় দিন, সফলতা একদিন আসবেই।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon