ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান? শেয়ার করছি ৫টি সেরা বাংলা টিউটোরিয়াল সাইট।

যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন তাদের জন্য স্পেসিফিক বিষয়ে পরিপূর্ণ দক্ষতার কোন বিকল্প নেই। অনলাইন মার্কেটপ্লেসে সফল হতে বিশেষ কোর্সে দক্ষ হওয়া, ১০০% প্রোফাইল, লাইভ পোর্টফোলিও ইত্যাদি ফ্যাক্টরসমূহ কাজ করে।

বন্ধুগণ, ৫টি ফ্রি বাংলা টিউটোরিয়াল সাইট শেয়ার করছি, যেখানে ফ্রিল্যান্স উপযোগী প্রচুর টিউটোরিয়াল ও রিসোর্স রয়েছে যা প্র্যাকটিস করে মার্কেটপ্লেসের জন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবেন।

১. www.videotutorialbd.com

সম্পূর্ণ ফ্রি ভিডিও টিউটোরিয়াল সাইট। সিরিজ আকারে টিউটোরিয়ালসমূহ প্রকাশিত হয়েছে। বিষয়ভিত্তিক প্রজেক্ট দেখানো হয়েছে। সাইটটিতে টিউটোরিয়াল ভিডিও দেখা ও প্র্যাকটিসের জন্য সোর্স ফাইল ডাউনলোড করার সুবিধা রয়েছে। Visit the Site: www.videotutorialbd.com

সাইটটিতে এ যেসব টিউটোরিয়াল রয়েছে
  • Html 5 & CSS 3
  • Php/Mysql
  • Twitter Bootstrap
  • WordPress
  • WordPress Theme Development
  • E-commerce & News site with wordpress
  • SEO
  • Outsourcing
  • Many more

>> Visit the Site: www.videotutorialbd.com

২. www.webcoachbd.com

এটি টেক্সটবেজড একটি চমৎকার টিউটোরিয়াল সাইট। এখানে বিভিন্ন উদাহরণ সহকারে শিখতে পারবেন-Html, CSS, Php, Javascript, jquery etc. Visit the Site: www.webcoachbd.com

৩. www.projuktiteam.com

একটি চমৎকার ফ্রি বাংলা টিউটোরিয়াল সাইট। এখানে ফ্রিতে শিখতে পারবেন-গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ইত্যাদি। Visit the Site: www.projuktiteam.com

৪. www.rrfoundation.net

সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল সাইট। এ সাইটেও অনেক প্রজেক্ট রয়েছে। সাইটের সকল রিসোর্স ডাউনলোডের সুবিধা রয়েছে। Visit the Site: www.rrfoundation.net

৫. www.bdgeeks.com

এ সাইটটিতে টেক্সট ও ভিডিও দু’ভাবেই শিখতে পারবেন।
Visit the Site: www.bdgeeks.com

সবার সুস্থতা, দীর্ঘ ও শান্তিময় জীবন কামনা করে রাখছি।

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment