Inkscape-এর মাধ্যমে ভেক্টর গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল (পর্ব-৩)

আজ আল্লাহর রহমতে আপনাদের জন্য তৈরি করলাম INKSCAPE-এর তৃতীয় ভিডিও টিউটোরিয়াল। গত পর্বের মত ভিডিও টিউটোরিয়ালটি দেখার আগে কিছু বিষয় আজ আমরা জানার চেষ্টা করবো যেন সহজে বুঝতে পারি। তাহলে শুরু করা যাক.....

INKSCAPE-এর ব্যবহারঃ
99DESIGNS.COM সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। লোগো ডিজাইনের সবচেয়ে বড় মার্কেটপ্লেস এবং প্রতিযোগিতার সাইট হচ্ছে 99DESIGNS.COM ।
এখানে ILLUSTRATORএ লোগো তৈরি না করে যদি INKSCAPE-এ তৈরি করা হয় তা পুরোপুরি গ্রহণযোগ্য হবে। নিচের ইমেজ দেখলে আরও পরিষ্কার ধারনা লাভ করা যাবে।

ব্যাসিকঃ
নিচের ইমেজটি দেখুন এখানে ৪ টি বিষয় আমরা বোঝার চেষ্টা করবো। প্রথম ২টি হল যেকোনো ইমেজর কৌণিক দিক পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। পরের ২টি হল উল্লম্ব ও আনুভূমিক দিক পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় এবং এদের শর্টকার্ট কী হচ্ছে যথাক্রমে H ও V.
উবুন্টুর ক্ষেত্রে......
উইন্ডোজের ক্ষেত্রে......
এর পরের অপশনটি হচ্ছে জুম টুল। দ্বিতীয় ইমেজটি দেখুন। + এ ক্লিক করলে ইমেজ বড় হবে আর - এ ক্লিক করলে ইমেজ ছোটো হবে। এছাড়া কী-বোর্ডে + এবং - বাটন
চাপলে উইন্ডো ছোটো-বড় করা যাবে।

যা শিখব তার কিছু চিত্রঃ
তাহলে নিচের লিঙ্ক থেকে ভিডিও টিউটোরিয়ালটি ডাউনলোড করে নিন আর নিজে নিজে গ্রাফিক্স ডিজাইনের চর্চা করুন।
INKSCAPE TUTORIAL ( PART 3)

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment