টিমভিউআর (Teamviewer) সফটওয়ারেটি আমাদের সবারই খুব পরিচিত। যা দিয়ে আপনি পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তের থাকা আপনার অফিস কিংবা বন্ধুর কম্পিউটার সহজে পরিচালনা করতে পারবেন! যেমন, আপনি আপনার কম্পিউটারের সামনে বসে করতে পারেন! এই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজে আমরা ইচ্ছা করলে বাংলাদেশে বসে আমাদের বিদেশি বন্ধুর কম্পিউটার এ কি কি ফাইল আছে সেগুল দেখে নিতে পারবেন এবং তার সফটওয়্যার জনিত যেকোনো সমস্যা আমরা এই সফটওয়্যার দিয়ে সমাধান দিতে পারি। এই সফটওয়্যার টি ব্যবহার করতে হলে ২ টি কম্পিউটার এই একই ভার্সন থাকতে হবে আর প্রিমিয়াম ভার্সন হলে তো কোন কোথাই নেই। খুব দুরুত গতিতে অন্যের পিসি তে ঢুকে তাকে কম্পিউটার এর বিভিন্ন বিষয় শেখানো ও সমাধান নিজের হাতে রিমোট করে সম্পূর্ণ করতে পারবেন। চলুন দেখে নিন কিছু বৈশিষ্ট্য:
Teamviewer ১০ কিছু বৈশিষ্ট্য:
- দুর দূরান্ত থেকে আপনি যেকোনো পিছি কে ইন্টারনেট এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। (অবশ্যই ২ টাতেই সফটওয়্যার ও আইডি +পাস লাগবে)।
- আপনি এর মাধ্যমে আপনার ক্লাইন্ট এর কাজ গুল তার পিছি তেই করে দিতে পারবেন।
- আপনি এর মাধ্যমে আপনার ছেলে মে, স্টুডেন্ট কে অনেক কিছু দেখায় দেতে পারবেন বা শিখাতে পারবেন।
ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে Teamviewer ১০ ফুল ভার্সন।
ডাউনলোড করুনঃ Teamviewer 10 Full Version
ডাউনলোড করুনঃ Teamviewer 10 Portable
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon