গুগল সার্চ এর কিছু সাধারণ নিয়ম
চলুন দেখি, গুগলের কিছু ইফেকটিভ সার্চ এর নিয়ম। এইটা অবশ্যই তাদের জন্য, যারা জানেন না। তো চলুন শুরু করা যাকঃ
১। site: google.com education
আপনি যদি গুগলে এইটা লিকে সার্চ করেন, তাহলে গুগলের ডোমেনে education সম্পর্কিত যত তথ্য আছে সব প্রদর্শিত হবে। আসলে নির্দিষ্ট ডোমেনে তথ্য খোঁজার জন্য এই কমান্ড টি ব্যবহার করতে পারেন ।
২। intitle: education engineering
গুগলে এইটা লিখলে গুগল সেইসব রেজাল্ট সামনে আনবে, যেইসব সাইটের টাইটেলে education কথাটি আছে এবং টেক্সটে engineering কথাটি আছে।
৩। allintitle: education bangla
এই কথাটি লিখলে, যেইসব সাইটে education শব্দটি আছে এবং তাদের টাইটেলে bangla কথাটি আছে তা সামনে চলে আসবে।
৪। inurl:myitzn apps
গুগল সার্চ এ এইটা লিখলে আপনার সামনে সেইসব সাইট আসবে যাদের url এর মধ্যে myitzn কথাটি আছে, এবং টেক্সটের apps মধ্যে কথাটি আছে ।
৫। allinurl:myitzn apps একই কাজ, আগেরটার মত ।
৬। filetype: pdf engineering
এই টি লিখলে আপনার সামনে সকল pdf এর url আসবে যাদের মধ্যে engineering কথাটি আছে। (আমার মনে হয় যারা নিয়মিত assignment করেন, তাদের জন্য এইটি খুব কাজ দিবে :D)
৭। link: www.google.com
এইটি লিখলে আপনার সামনে সেইসব রেজাল্ট আসবে যাদের সাথে গুগলের লিংক করা আছে।
৮। +education
এইটি আপনার সামনে সেইসব রেজাল্ট আসবে যেইসব সাইটে বেশি করে education কথাটি উল্লেখ আছে।
৯। -education
এইটি আপনার সামনে সেইসব রেজাল্ট আনবে যাদের মধ্যে education কথাটি উল্লেখ নেই।
১০।“ Beautiful Bangladesh ”
এইরকম দুই পাশে কমার মধ্যে যদি আপনি কোন শব্দ গুচ্ছ লিখে সার্চ দেন, তাহলে Beautiful Bangladesh সম্পর্কিত শব্দ গুলো যেইসব সাইটে হাইলাইট করা আছে সেই গুলো সামনে আসবে। (আমার মনে হয়, যারা assignment করে তাদের এইটাও কাজে আসবে)।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon