উইন্ডোজ ইন্সটলের পর গ্রাব রিপেয়ার

উইন্ডোজের অনেকগুলো সীমাবদ্ধতার একটা হল, এটি ইন্সটল করার সময় উইন্ডোজ ছাড়া অন্য কোন অপারেটিং সিস্টেমকে চিনতে পারেনা। আপনার কম্পিউটারে ঠিকঠাক মতই উবুন্টু রয়েছে, কিন্তু উইন্ডোজ ইন্সটল হবার সময় সেটাকে চিনতে পারেনি, ফলে উবুন্টুকে দেখাচ্ছেনা। অবশ্য খুব সহজেই আপনার উবুন্টুকে চেনানোর ব্যবস্থা করান যায়। মেথড ১ (recommended): ১। http://sourceforge.net/p/boot-repair-cd/home/Home/ এখান থেকে বুট রিপেয়ার ডাউনলোড করে Unetbootin http://unetbootin.sourceforge.net/ এর সাহায্যে ইউএসবি/সিডি ড্রাইভে বুটেবল করুন।২। তারপর ইউএসবি ড্রাইভটি কম্পিউটারে কানেক্ট করে ইউএসবি/সিডি ড্রাইভ থেকে বুট করুন।৩। সবকিছু ঠিক থাকলে "Recommended repair" বাটনটি ক্লিক করুন। [ইন্টারনেট কানেকশন লাগবে] মেথড ২: এই পদ্ধতিতে গ্রাব রিপেয়ার করার জন্য পিসি অবশই ইন্টারনেট কানেক্টেড থাকা লাগবে। ১। উবুন্টু লাইভ সিডি/পেনড্রাইভ দিয়ে উবুন্টু বুট করুন। ২। "try ubuntu" সিলেক্ট করুন। ৩। terminal খুলে নিচের কমান্ড গুলো একটা একটা করে রান করুন। sudo add-apt-repository ppa:yannubuntu/boot-repair sudo sed 's/trusty/saucy/g' -i /etc/apt/sources.list.d/yannubuntu-boot-repair-trusty.list sudo apt-get update sudo apt-get install -y boot-repair && (boot-repair &) boot-repair boot repair নামে একটা অ্যাাপ চালু হলে "Recommended repair" বাটনটি ক্লিক করুন। মেথড ৩: ১। উবুন্টু লাইভ সিডি/পেনড্রাইভ দিয়ে উবুন্টু বুট করুন। ২। "try ubuntu" সিলেক্ট করুন। ৩। নিচের কমান্ডটি টার্মিনালে রান করুন। sudo mount /dev/sdXY /mnt && sudo grub-install --root-directory=/mnt /dev/sdX XY আর X আপনার উবুন্টুর রুট পার্টিশন অনুযায়ী ঠিক করে নিন। যেমন আমার উবুন্টুর রুট পার্টিশন হলও /dev/sda2 তাই আমি এই কমান্ড টা দিবঃ sudo mount /dev/sda2 /mnt && sudo grub-install --root-directory=/mnt /dev/sda মেথড ৪ (recommended): ১। উবুন্টু লাইভ সিডি/পেনড্রাইভ দিয়ে উবুন্টু বুট করুন। ২। "try ubuntu" সিলেক্ট করুন। ৩। gparted অথবা fdisk -l কমান্ড দিয়ে দেখে নিন আপনার উবুন্টু কোন হার্ডডিস্কে ইন্সটল করা। ৪। নিচের কমান্ডগুলো টার্মিনালে রান করুন। sudo grub-install /dev/sdx sudo update-grub x এর জায়গায় আপনি যেই হার্ডডিস্কে উবুন্টু ইন্সটল করছিলেন সেই হার্ডডিস্ক হবে। আপনার যদি হার্ডডিস্ক একটাই থাকে তাহলে নিঃসন্দেহে x এর জায়গায় a লিখে কমান্ড টা রান করতে পারেন। তাহলে কমান্ড টা দেখতে এরকম হবেঃsudo grub-install /dev/sdaআশা করি সব ঠিক হয়ে যাবে।
Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment