ওয়েব ডিজাইনারদের জন্য ৫৮৫ টি ঝাকানাকা আইকন

ওয়েব ডিজাইনারদের চাই ক্রিয়েটিভ আর দারুন আইডিয়া। আর চাই ডিজাইনিং এর জন্য নজরকারা ডিজাইনিং এলিমেন্টস। আর ওয়েব ডিজাইনে আইকন একটি অন্যতম ডিজাইনিং এলিমেন্ট। খুব সিমপল ডিজাইনে চমৎকার আইকনের ব্যবহার, আপনার ওয়েব পেইজটিকে আরও আকর্ষনীয় করে তুলতে পারে। আর ওয়েব এ্যাপলিকেশন এর উইজার ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্র রিলেভেন্ট আইকন ইউজার accessibility আরও বাড়িয়ে দেয়। তাই ওয়েব ডিজাইনারদের সুবিধার জন্য নিচে পুরো ৫৮৫ টি চমৎকার আইকনের একটা তালিকা তৈরি করলাম। আপনারা এগুলো আপনাদের বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তবে যেখানেই ব্যবহার করেন না কেন আইকন ক্রিয়েটরকে ক্রেডিট দিতে ভুলবেন না।

  • WebApper ( ২০ টি )

  • Developpers Icons ( ১০৫ টি )

  • Coquette Icons ( ৫০ টি )

  • Function Icon ( ১২৮ টি )

  • Glossy Blogging Icons ( ১২ টি )

  • Monofector Vector Icons ( ২৫ টি )

  • Zeusbox Studio’s Feedicons ( ২০ টি )

  • Knob Buttons Toolbar icons ( ৪০ টি )

  • Simplistica Icons ( ২৫ টি )

  • Aesthetica Icons ( ১৬০ টি )

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment