আপনাদের কাছে ডিজাইনারদের প্রয়োজনীয় কিছু ওয়েব বেসড্ টুল তুলে ধরব -
রিসাইজার
এটি খুবই সিম্পল এবং হ্যান্ডি একটি টুল। এটি আপনাকে আপনার লোকাল কম্পিউটার এবং ওয়েবে ইমেজ রিসাইজ করার সুবিধা দিয়ে থাকে।
এ্যাডহেনটেক্সট
এটি একটি ডায়নামিক টেক্সট টুল। টাইপফেস ডজাইনার, ফন্ট ডেভলপারদের জন্যে খুবই দরকারি একটু টুল। আরো আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এর কয়েকটি লিমিটেড ক্যারেক্টার সেট এর একটি ডাটাবেস ও আছে এদের।
সিএসএস লেআউট জেনেরেটর
৩টি কলাম এবং হেডার ফুটার সহ এটি তৈরি করতে পারে ফ্লুইড অথবা ফিক্সড উইথ ফ্লোটেড কলাম লেআউট। এবং ভ্যালু আপনি চাইলে পিক্সেল, ইএমএস অথবা চাইলে পারেসন্টেজেও ডিফাইন কতে পারবেন।
প্যাটার্ন কুলার
আপনি চাইলে আপনার পছন্দের কালার কন্টেম্পোরারি এবং রেট্রো প্যাটার্ন ডিজাইনে এ্যাড করতে পারবেন অথবা হাজারো প্রি কালারড্ ব্যাকগ্রাউন্ড লাইব্রেরি থেকেও বেছে নিতে পারবেন। এই সাইটের সমস্ত আর্টওয়ার্ক আপনি বিনামূল্যে আপনার ব্লগ অথবা ওয়েবসাইটে এমনকি কমার্শিয়াল ওয়েব প্রজেক্টেও ব্যবহার করতে পারবেন।
থিংক ফ্রি
আপনার ফাইলগুলোতে যে কোন সময় ইন্সট্যান্ট এ্যাক্সেস ইনজয় করুন কলিগ ও বন্ধুদের সাথে শেয়ার করুন এই টুল ব্যবহার করে।
কালারস্কিমার কালারপিক্স
এটি একটি একটি লাইট কিন্তু খুবই ইউজফুল কালার পিকার যা বিভিন্ন কালার ফরম্যাটেও ট্রান্সফর্ম করতে পারে। আপনি চাইলে আপনার স্ক্রিনে এর বিল্টইন ম্যাগনিফায়ার ব্যবহার করতে পারেন, ক্লিপবোর্ডে ডিরেক্টলি কপি করতে কালার ভ্যালু তে ক্লিক করুন।
নেট টু এফটিপি
এটি একটি ওয়েব বেসড্ এফটিপি টুল। এর লক্ষ হচ্ছে ব্যাউজার ব্যবহারের মাধ্যমে সাইট ম্যানেজ করা। এর মাধ্যমে আপনি চাইলে কোড এডিট, আপলোড/ডাউনলোড ফাইল, কপি/মুভ/ডিলিট রিডিরেক্টরি, রিনেমিং ফাইল এবং ডিরেক্টরিজ ইত্যাদি করতে পারবেন। কোন সফটওয়্যার ইন্সটল করা ছাড়াই!
রিমেমবার দ্যা মিল্ক
এর ইন্টারফেসটা ই সবকাজ কে আপনার কাছে ফান হিসিবে উপস্থাপন করবে। এক্সটেনসিভ কিবোর্ড শর্টকার্ট টাস্ক ম্যানেজিং কে করেছে আরো দ্র্রুত। এসএমএস, ইমেইল এবং ইন্সট্যান্ট ম্যাসেজ্ঞারের মাধ্যমে নোটিফিকেশনিং এবং আরো অনেক ফিচার।
পিকরিফ্লেক্ট
যে কোন ইমেজে রিফ্লেকশন এ্যাড করতে, ইমেজ রিসাইজ করতে, রোটেটিং এবং ট্রান্সপারেন্ট করতে আপনি এই টুলটি ব্যবহার করে দেখতে পারেন।
স্প্ল্যাশআপ
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon