ইন্টারনেটে ইউনিকোড বাংলা লিখুন মজিলার অ্যাড-অন দিয়ে!

ইন্টারনেটে বাংলা লিখতে পারবেন কোন সফটওয়ার ছাড়াই। এর আগে আমি একটি পেজ তৈরি করেছিলাম যা দিয়ে কোন সফটওয়ার ছাড়া আপনি ৫টি লে-আউটে বাংলা লিখতে পারবেন। সাইটটি এখানে। মজার ব্যাপার হলো আপনি পেজটি সেভ করে অফলাইনেও বাংলা লিখতে পারবেন।

তারই ধারবাহিকতায় আমি আপানাদের জন্য তৈরি করলাম মজিলার অ্যাড-অন। এটি দিয়ে আপনি খুব সহজেই ওয়েবে বাংলা লিখতে পারবেন। এই অ্যাড-অনটি ইনস্টল থাকলে আপনাদের বাংলা লেখায় খুবই সুবিধা হবে।

এটির বিশেষ বৈশিষ্ট্য (!!!)

  • বাংলা লিখা অত্যন্ত সহজ।
  • প্রচলিত কিবোর্ড লে-আউটগুলো ব্যবহার করা যাবে।
  • চাইলে আপনি লে-আউট তৈরি করে নিতে পারবেন।
  • জাভাস্ক্রীপ্টগুলো আপনার কম্পিউটার থেকে লোড হওয়ার কারনে আপনার ব্যান্ডউইডথ বাচবে এবং দ্রুত ব্যবহার করা যাবে।
  • এটির জন্য আপনাকে কোন প্রকার খরচ করা লাগবে না।
  • এটি মিনিটেই ইনস্টল হয়।
  • একদম ভাইরাস মুক্ত।

কিবোর্ড শর্টকার্ট:

বাংলা থেকে ইংরেজি দরকার হলে আপনি কিবোর্ড শর্টকার্ট ব্যবহার করে পরিবর্তন করতে পারবেন। যা আপনার পছন্দ অনুযায়ী পরিবর্তন যোগ্য। ডিফল্টভাবে থাকা শর্টকার্টগুলো হল:

ইউনিজয়: Ctrl+Alt+U

বিজয়: Ctrl+Alt+B

অভ্র ফোনোটিক: Ctrl+Alt+A

ইংরেজি: Ctrl+Alt+E

ইনস্টল পক্রিয়া:

আপনাকে প্রথমে অ্যাডঅনটি ডাউনলোড (!!!) করতে হবে। তারপর ডাউনলোড শেষ হলে একটি .xpi এক্সটেনশনযুক্ত ফাইল পাবেন। এটিকে ফায়ারফক্সের উপর ছেড়ে দিন। এটি ইনস্টল হওয়ার জন্য আপনার কাছে পারমিশন চাইবে। এখানে Yes এ ক্লিক করবেন। তাহলে এটি ইনস্টল হয়ে যাবে।

এরপর ফায়ারফক্স রিস্ট্রাট করে আপনি Tools > Addons এ যান। নিচের মত বাংলা কিবোর্ড অ্যাড-অন দেখতে পারবেন। (!!!)

এটি ইনস্টল হলে আপনার স্ট্যাটাস বারে নিচের মত দেখতে পারবেন (!!!)

আশাকরি এক্সটেনশনটি আপনাদের বাংলা লেখার গতিকে করবে আরও গতিময়। সে আশায় আজকের লেখার ইতি........ ভালো থাকবেন সবাই......।

ও হ্যা!!! ভালো কথা অ্যাড-অনটি ডাউনলোড করুন এখান থেকে।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment