প্রথমে Nokia Pc Suite দ্বারা আপনার সেট কানেক্ট করুন, তারপর Connect to the Internet ফাংশান ব্যবহার করে ইন্টারনেট এ কানেক্ট করুন।
কানেক্ট হয়ে গেলে এবার ডিসকানেক্ট করে ফেলুন। এবার Start মেনু থেকে Run এ ক্লিক করুন। এবার ncpa.cpl লিখে Enter চাপুন।
এখন যে পেইজটা আসলো সেখানে Nokia N70 USB Modem#1বা এর মত একটা জিনিস দেখতে পাবেন। ঐটাতে Right Mouse ক্লিক করে Propertise এ ঢুকে Configure থেকে
Meximum speed(bps) এর পাশের Box থেকে click করুন 92160
তারপর ok এবং ok করে বেরিয়ে আসুন।
এবার Nokia N70 USB Modem#1 এ Double Click করুন এবং Dial এ ক্লিক করুন। দেখবেন যে কানেক্ট হয়ে গেছে। মজার কথা হচ্ছে এর পর থেকে আপনার আর Nokia Pc Suite ব্যবহার করতে হবে না।
আপনি কেবল Run থেকে ncpa.cpl লিখে Enter চাপবেন, অথবা Control panel থেকে Network Connection এ Click করে Nokia N70 USB Modem#1 তে Double click করে Dial করবেন।
বিঃদ্রঃ পরবর্তীতে যদি আপনি Nokia Pc Suite ব্যবহার করে ইন্টারনেট কানেক্ট করেন তাহলে আপনার এই সেটিংস বাদ হয়ে যাবে এবং আপনাকে তা পূনরায় করতে হবে।প্রথমে কানেক্ট করে ডিসকানেক্ট করতে বলেছি কেবল মাত্র যারা প্রথম কানেক্ট করছে তাদের জন্য। আর যদি আপনি আগেও কানেক্ট করে থাকেন তাহলে এত কিছু করার দরকার নাই। আপনি Run থেকে কাজ শুরু করবেন।
আমার সেট নকিয়া এন70 তাই Nokia N70 USB Modem দেখায়। #1 এর মানে আপনি আপনার কম্পিউটার এর 1 নং পোর্ট এ লাগিয়েছেন। Bluetooth ব্যবহার করে যারা নেট ব্যবহার করে তারাও এই একই কাজ করতে পারেন। তবে আপনাদের স্পিড অত বেশী হবে না। আপনারা কোন পোর্ট বা কোন Bluetooth সেটিংস ব্যবহার করছেন তা বের করতে নেট কানেক্ট অবস্তায় Run থেকে ncpa.cpl এ Enter চাপবেন এবং যে জিনিসটা হালকা নীল রং এর দেখাবে সেটাই আপনার সেটিংস বুঝে নিবেন।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon