র‍্যাম হিসেবে ব্যবহার করুন হার্ডডিস্কে

আসসসালামু আলাইকুম, সবাইকে টিউনারপেজ এ স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও আশে-পাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। সব সময়ই হাসি খুশি থাকুন।

এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে পেনড্রাইভকে র‍্যাম হিসেবে ব্যবহার করবেন।  যারা দেখেন নি, তারা এক্ষুনি দেখে নিন টিউটোরিয়ালটি।

dsf আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে ব্যবহার করুন র‍্যাম হিসেবে

http://www.tunerpage.com/archives/112487

পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে ব্যবহার করুন র‍্যাম হিসেবে | সম্পূর্ণ সমাধান


আজ আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনি আপনার হার্ডডিস্কের ফাঁকা জায়গাটি আপনার পিসির র‍্যাম হিসেবে ব্যবহার করবেন। আশা করি আপনাদের ভাল লাগবে। চলুন তাহলে মূল টিউটোরিয়ালে চলে যাই icon smile আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে ব্যবহার করুন র‍্যাম হিসেবে

RAM (Random Access Memory) কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। যাকে ছাড়া আপনি কম্পিউটার চালুও করতে পারবেন না। কম্পিউটারের র‍্যাম যতবেশি হয়, কম্পিউটারের স্পীডও ততবেশি হয়। এখন আপনি যদি র‍্যাম বাড়াতে চান, তাহলে আপনাকে র‍্যাম কিনতে হবে। কিন্তু আপনার কাছে যদি র‍্যাম কিনার টাকা না থাকে, তাহলে কি করবেন? সমস্যা নাই, আপনার হার্ডডিস্কে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ফাঁকা জায়গাকেই আপনি র‍্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই সহজেই icon smile আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে ব্যবহার করুন র‍্যাম হিসেবে

অনেকেই প্রশ্ন করতে পারেন এতে কি পিসির স্পীড বাড়ে? অবশ্যই বাড়ে। ভাল করে লক্ষ্য করে দেখবেন। তবে আপনার পিসির র‍্যাম যদি বেশি হয়, তাহলে হয়ত একটু কম বুঝতে পারবেন। কিন্তু র‍্যাম কম হলে বুঝতে পারবেন স্পীড বেড়েছে না কমেছে। icon biggrin আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে ব্যবহার করুন র‍্যাম হিসেবে

হার্ডডিস্ককে র‍্যাম হিসেবে তৈরি করার পদ্ধতিঃ ১

উইন্ডোজ সেভেন ও ভিসতার জন্য এই পদ্ধতি প্রযোজ্য


  •   ডেস্কটপ থেকে My Computer এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
  •   এবার “Advance system settings” এ ক্লিক করুন।
  •   এবার “Advanced” ট্যাব থেকে performance অংশের “Settings” বাটনে ক্লিক করুন।
  •   এবার “Advanced” ট্যাবে ক্লিক করে Virtual memory অংশের “Change” বাটনে ক্লিক করুন।
  •   তাহলে নিচের মতো আসবে…

137 আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে ব্যবহার করুন র‍্যাম হিসেবে

https://www.facebook.com/unselected

  •   এবার যে ড্রাইভটির ফ্রি স্পেস ব্যবহার করতে চান র‍্যাম হিসেবে, সেই ড্রাইভ সিলেক্ট করুন।
  •   এবার Custom size সিলেক্ট করে Initial ও Maximum size দিন আপনার ইচ্ছা মতো।
  •   এবার “Set” বাটনে ক্লিক করে OK বাটনে ক্লিক করুন।

hard disk as ram 899x452 আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে ব্যবহার করুন র‍্যাম হিসেবে

সম্পূর্ণ ছবিটা দেখতে ছবির উপর ক্লিক করুন অথবা এখানে যানঃ http://bit.ly/tp-hd-ram

হার্ডডিস্ককে র‍্যাম হিসেবে তৈরি করার পদ্ধতিঃ ২

উইন্ডোজ এক্সপির জন্য এই পদ্ধতি প্রযোজ্য


ramhdd1 আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে ব্যবহার করুন র‍্যাম হিসেবে

  •   ডেস্কটপ থেকে My Computer এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
  •   এবার “Advanced” এ ক্লিক করে Performance অংশের “Settings” এর ক্লিক করুন।
  •   এবার “Advanced” এ ক্লিক করে Virtual memory অংশের “Change” বাটনে ক্লিক করুন।
  •   এবার যে ড্রাইভটির ফ্রি স্পেস ব্যবহার করতে চান র‍্যাম হিসেবে, সেই ড্রাইভ সিলেক্ট করুন।
  •   এবার Custom size সিলেক্ট করে Initial ও Maximum size দিন আপনার ইচ্ছা মতো।
  •   এবার “Set” বাটনে ক্লিক করে OK বাটনে ক্লিক করুন।

পোস্ট বোনাস হিসেবে আ্পনাদের জন্য দিলাম ফায়ারফক্স ব্রাউজারের জন্য ৩টা থিম। আপনার ফায়ারফক্সকে এবার ট্রান্সফর্ম করে ফেলুন গুগল ক্রোমে। একদমই সহজ। শুধু থিম ইন্সটল করলেই হলো icon smile আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে ব্যবহার করুন র‍্যাম হিসেবে

১) FXChrome:

fxchrome আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে ব্যবহার করুন র‍্যাম হিসেবেDownload

২) Total ReChrome:

total rechrome 300x210 আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে ব্যবহার করুন র‍্যাম হিসেবেDownload

৩) Chromifox Extreme:

chromifox extreme 300x219 আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে ব্যবহার করুন র‍্যাম হিসেবেDownload

আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ…

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment