কম্পিউটারের DDR2 ও DDR3 RAM সম্পর্কে জেনে নিন

র‍্যাম ছাড়া কম্পিউটার চালানো সম্ভব নয়।কম্পিউটারের কর্মদক্ষতা র‍্যামের উপর নির্ভরশীল। কম্পিউটারে অধিক গতি সম্পন্ন কর্মদক্ষতা পেতে হলে অধিক র‍্যামের প্রয়োজন হবে।এছাড়া বিভিন্ন ধরনের ভারি সফটওয়্যার চালানো ও ভালো মানের গ্রাফিক্সের গেমস খেলার জন্যও কম্পিউটারে অধিক র‍্যামে লাগাতে হয়।র‍্যাম যেকোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে Random Access Memory(RAM)বলা হয় । আর DDR  মানে হচ্ছে Double Data Rate Random Access Memory । See some computer and laptop RAM  available in Bangladesh.
DDR2 ও DDR3 RAM সম্পর্কে জেনে নিন
যদি ১০০ মেগাহার্টজের একটি DDR  র‍্যাম প্রতি সাইকেলে ২টি ডাটা ট্রান্সফার করে তাহলে DDR2 র‍্যাম করবে ৪টি ডাটা ও DDR3 করবে ৮টি ডাটা। আবার ১০০ মেগাহার্টজের একটি র‍্যাম DDR হলে তার মেমরি ব্যান্ডউইথ হবে ১৬০০মেগাবাইট/সেকেন্ড DDR2হলে তার হবে ৩২০০মেগাবাইট/সেকেন্ড আর DDR3 হবে ৬৪,০০০ মেগাবাইট/সেকেন্ড। অর্থাৎ DDR2 র‍্যামথেকে DDR3 র‍্যামের ডাটা ট্রান্সফাররেট বেশী ।ধীরে ধীরে বাজারে DDR2র‍্যামের জোগান কমে যাচ্ছে।
কারন 3rd and 4th generation  এর মাদারবোর্ড ও প্রসেসর গুলো DDR3র‍্যাম সাপোর্ট করে।  সাধারন ব্যবহারে র‍্যামের কর্মদক্ষতার পার্থক্য বোঝা যায়না । কারন ৯৯% ভাগ কম্পিউটার প্রোগ্রামের বিপুল পরিমান মেমরি ব্যান্ডউইথ দরকারই হয় না। ভারি প্রোগ্রাম ও ভিডিও গেমস চালানোর সময় র‍্যামের কর্মদক্ষতার পার্থক্য বোঝা যায়।র‍্যামের গতি নির্ধারণ হয় এর ক্লক স্পিডের উপর নির্ভর করে। র‍্যামের ক্লক স্পিড যত বেশি হবে তার পারফরমেন্সও তত ভাল হবে।
DDR3 র‍্যাম DDR2 র‍্যাম থেকে অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট। DDR3 র‍্যাম অনেক কম latency কাজ করে বলে রেসপন্স রেট বেশী এবং কাজও করে তাড়াতাড়ি। বর্তমানেবাজারে 1333Ghz ও1600 Ghz বাসের২জিবি, ৪জিবি,৮জিবিরর‍্যাম পাওয়া যায়।র‍্যাম কেনার সময় অধিক ধারণক্ষমতা সম্পন্ন ও বেশি বাসের র‍্যাম কিনা ভাল।আশা করি র‍্যামের সম্পর্কে বেসিক কিছু ধারণা আপনারা ইতি মধ্যে বুঝতে পেরেছেন।



Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment