ইন্টারনেট স্পীড বেশী করার নিয়ম

আমরা যারা নেট ব্যাবহার করি, আমরা সবাই একটি সমস্যায় ভুগই। আর তা হচ্ছে ইন্টারনেট স্পীড। আপনি কি জানেন Microsoft Windows আপনার কম্পিউটারের ২০% ইন্টারনেট স্পিড কমানো আছে বাই ডিফল্ট । এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট করার জন্য রিসার্ভ করে রাখে। সেই জন্য আপনি বঞ্চিত হচ্ছেন ২০% ব্যান্ডউইড থেকে। কি আজব তাই না?
তাহলে চলুন দেরি না করে ২০% স্পীড যোগ করি আমাদের ইন্টারনেটের সাথে।

প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে -
Click Start
Click Run
এবার Type করুন – gpedit.msc টাইপ হলে এন্টার দিন অথবা OK ক্লিক করুন
তারপর Group Policy Editor নামে একটি ডায়লগ বক্স আসবে এবার আপনাদের যে কাজটি করতে হবে। প্রথমে

Computer Configuration ক্লিক করুন
এবার Administrative Templates ক্লিক করুন
এবার Network এ ক্লিক

করুন। আপনাকে এবার ক্লিক করতে হবে QOS Packet Scheduler করেছেন। Good….
এখন ডান পাশে খেয়াল করুন “Limit Reservable bandwidth” লিখা আছে না এখানে ডবল ক্লিক করুন।
এবার আপনি দেখতে পাবেন ওখানে দেয়া আছে ” is not configure ”

এখন ডাবল ক্লিক করে সিলেক্ট করুন “Enabled” Reservable bandwidth ওখানে O দিয়ে দিন।
Windows 7 Or Windows Vista এর জন্য একটু আলাদা আপনাদের কাছে লাগতে পারে তবে একটু খেয়াল করলে বুজতে পারবেন।

641832a87f6eb354ba2e68526eca15bb আপনে জানেন? আপনার কম্পিউটারে ২০% ইন্টারনট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে?</p> <p>আর কোন কিছু পরিবর্তন করার প্রয়োজন হবেনা শুধু OK করে বেরিয়ে আসুন।<br /> Explain এ ক্লিক করলে দেখতে পারবেন, ওখানে সব বলা আছে। </span></p> <p><img style=

আশা করি আপনারা উপকৃত হবেন। ভাল লাগলে ভাল ভাল Comments করুন আপনার নাম দিয়ে।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment