নিজের মত করে তৈরি করুন exe ফাইল।

আমরা অনেকেই আছি যারা বিভিন্ন কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা শিখে বিভিন্ন সফটওয়্যার তৈরী করে থাকি। যেই যেই প্রোগ্রাম দিয়ে তৈরী করা হয়, সেই সেই প্রোগ্রামের নিজস্ব সেটআপ ফাইল তৈরী করার অপশন থাকে। যার ফলে নিজের মত করে কিছু করা যায় না। সেটআপ করার শুরুটা যদি দেখতে ভাল হয় তাহলে তা যে কোন ব্যক্তির কাছে মাননসই হয়। তাই আজকে আমি আপনাদের দেখাবো সেটআপ ফাইল তৈরী করার প্রথম অংশ।
কারণ সেটআপ ফাইল তৈরীর সময় অনেক কাজ করতে হয়। প্রথমে সফটটি এখান থেকেডাউনলোড করে নি। ডাউনলোড এ ক্লিক করার পরে ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবং স্কীপ এ্যাড এ ক্লিক করার পরেই পাবেন http://www.mediafire.com/?ye68cpoos3qsoy2#1
ডাউনলোড শেষ হলে আনজিপ করে সেটআপ করুন পাসওয়ার্ড সাথে দেওয়া আছে। এবার সেটআপ ফ্যাক্টরী চালুন করুন।
এখানে ক্রিয়েট নিউ প্রজ্ক্টে এ ক্লিক করুন। এর ফলে সম্পূর্ন ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে এডিট এ ক্লিক করে এড ফাইলস এ ক্লিক করুন আমার ছবির মত।
তারপরে এড ফাইল টু প্রজেক্ট নামক একটি ওপেন বক্স আসবে।
এখানে আপনি যেই সফট এর সেটআপ ফাইল তৈরী করবেন তা সব গুলো সিলেক্ট করুন এবং ।All files in this folder and sub folder এ ক্লিক করার কারণ হলো আপনার সফট এর ভিতরে যদি কোন ফোল্ডার এবং এর ভিতরে আরো সাব ফোল্ডার থাকলে সবগুলো এড করবে। তারপরে এড এ ক্লিক করুন। ওয়ার্কিং নামক একটি ম্যাসেজ বক্স আসবে এবং সবগুলো ফাইল এডহবে।
তারপরে জেনারেল এ ক্লিক করুন।
তারপরে আপনার সফট এর বিবরণ লিখুন
তারপরে আপনার সফট এর মেইন ইএক্সই তে ক্লিক করে ফাইল প্রোপ্রাটিজ এ ক্লিক করুন এবং
তারপরে যেই বক্স আসবে নিচে লক্ষ করুন ডেসটিনেশন এখানে সেটআপ এর লোকেশন।
তবে ডিফল্ট হিসেবে সি প্রোগ্রাম থাকে। এবার উপরে থাকা শটকার্ট এ ক্লিক করুন আমার ছবির মত।
আপনার সফটটির ইএক্সই টি স্টার্ট মেনুতে কি নাম থাকবে এবং ডেক্সটপে এর শর্টকার্ট আসবে কিনা দেখিয়ে দিন ওকে ক্লিক করুন। এ
বার প্রোজেক্ট এ ক্লিক করে বিল্ট এ ক্লিক করুন
প্রয়োজনী কাজ শেষ হলে বিল্ট সাকসেসফুল দেখাবে
আপনার তৈরী করা সেটআপ ফাইলটি পাবেন সি ড্রাইভে আউটপুট নামক ফোল্ডারে। আজ এই পর্যন্ত। ভাল লাগলে মন্তব্য করতে মোটেও ভুলবেন না। আর যদি খারাপ লাগে তা হলেও বলবেন।
Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment