আপনার পিসিতে সেট করুন StartUp Message!

প্রতিবার আপনার কম্পিউটার চালু হওয়ার সময় আপনার শিখিয়ে দেওয়া কিছু কথা বলছে! কেমন হবে ভেবেছেন! চলুন দেখা যাক কীভাবে এটা করবেন।
১) নিচের কোডটুকু কপি করুন।
Dim speaks, speech
speaks="Welcome! Welcome!! Welcome!!!"
Set speech=CreateObject("sapi.spvoice")
speech.Speak speaks
২) Notepad অথবা Notepad++ ওপেন করে তাতে কোড Paste করুন। এখানে Welcome! Welcome!! Welcome!!! হল আমার লেখা মেসেজ, এটি পরিবর্তন করে আপনার ইচ্ছেমত কিছু লিখুন।
৩) File থেকে Save as… ক্লিক করুন।
৪) এবার আপনার পছন্দমতো একটা নাম দিন। এক্সটেনশন দিবেন .vbs (এখানে আমি নাম দিয়েছি welcome.vbs)৫) Save করা ফাইলটিতে ডাবল ক্লিক করুন। দেখুন আপনার লিখে দেওয়া মেসেজ পড়ে শোনাচ্ছে কিনা! তখন নিচের মতো একটি উইন্ডো খুলবে।
৬) ঠিকঠাক শুনালে এই ফাইলটিকে Windows XP-এর ক্ষেত্রে C:Documents and SettingsAll UsersStart MenuProgramsStartup এবং Windows Vista এবং Windows 7-এর ক্ষেত্রেC:Users User-NameAppDataRoamingMicrosoftWindowsStart MenuProgramsStartup ফোল্ডারে কপি করুন।
৭) আপনার পিসি রিস্টার্ট দিন। আশা করি এবার আপনার লিখে দেওয়া মেসেজ পড়ে শোনাবে।
পোস্ট টা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাল থাকুন। সুস্থ থাকুন। এই কামনায় এখানেই খতম।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment