Hidden Flash Card Copier ছোট সাধারন একটি সফটওয়্যার।
এর মাধ্যমে আপনার কম্পিউটার এ ফ্ল্যাশ কার্ড দিয়ে এন্টার করা যেকোনো মেমোরি কার্ড এর সব ফাইল আপনার বন্ধুর অজান্তে কপি করতে পারবেন।
এখান থেকে ডাউনলোড করেন - ড্রপবক্স লিঙ্কডাউনলোড শেষ হলে ইন্সটল দিন
৩০০ কেবি এর মত আরও একটা ফাইল ডাউনলোড হবে।
ডাউনলোড শেষ হলে নীচের ছবির মত একটা window আসবে।
এইখানে decline এ ক্লিক করন।
আপনি চাইলে agree দিতে পারেন, তাহলে regclean pro নামে আর একটা সফটওয়্যার ডাউনলোড হবে।

Decline এ ক্লিক করলে শুধু hidden flash card copier এ ইন্সটল হবে।
নীচের মত window আসবে ।
এবার কি করতে হবে আর তো বলা লাগবে না।
হ্যাঁ, zip ফাইল থেকে serialkey.txt
open করে serial key enter দিন
আর পেয়ে যান full version।
মেয়াদ--- আজীবন।

আপনি চাইলে শুধু নির্দিষ্ট টাইপের ফাইল কপি করতে পারবেন
অথবা এক সাথে সব ফাইল।
অথবা নির্দিষ্ট করে দেওয়া টাইপের ছাড়া বাকি সব ফাইল কপি করতে পারবেন।

destination folder টা দেখিয়ে দিন যেখানে আপনি ফাইল save করতে চান।
service status টা active রাখবেন ফ্ল্যাশ কার্ড এন্টার করার আগে।
ব্যাস কাজ শেষ, এইবার নিজে এক্সপেরিমেন্ট করুন পিসিতে একটা ফ্ল্যাশ কার্ড দিয়ে মেমোরি এন্টার করে।
বোনাস- usb pendrive copier
এইটা তো গেল ফ্ল্যাশ কার্ড দিয়ে মেমোরির ফাইল কপি করা
usb/pendrive copier free version পেতে এইখানে ক্লিক করুন।
আজকের মত এই পর্যন্ত
ফেসবুকে আমি
পার্সোনাল ব্লগ
টেকি ব্লগ
টিউন ভাল লাগলে আমার টেক পেজে একটি লাইক দিতে পারেন




ধনবাদ

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon