Scribefire, এবার সাইটে না ঢুকেই পোষ্ট করুন ইচ্ছা মত

অনলাইনে যারা  লেখা লেখি করেন অর্থাৎ ব্লগিং করেন, তারা একটা সমস্যায় প্রায়ই পড়েন। সেই সমস্যাটি হল যেকোন লেখা অনলাইনে লেখার চেয়ে প্রথমে নিজের কম্পিউটারে ওয়ার্ড বা নোটপ্যাডে লেখেন এর পর সাইটে ঢুকে এডমিন প্যানেলে গিয়ে পোস্ট নিউ তে ক্লিক করে এর পর পেস্ট করেন। এরপর আবার এক এক করে ছবি এড করা, ফরম্যাটিং করা। কত কি !
অনেক ধৈর্য লাগে। একারনেই অনেকে পোস্ট লেখেন না।

এখন যদি বলি, সাইটে না গিয়েই এটা সম্ভব? শুধুমাত্র আপনার ফায়ারফক্স বা ক্রোমেই একটা এড-অন বা এক্সটেনসন দিয়েই এটা সম্ভব? তাও ব্লগে না ঢুকেই?


স্ক্রাইব ফায়ারএড-অন বা এক্সটেনসন দিয়ে আপনি পারবেনঃ

  1. ইচ্ছে মত লেখার ফরম্যাটিং করতে। যেমনঃ ইচ্ছে মত ফন্ট দেয়া, ফন্ট বড়-ছোট করা, কালার পালটানো, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন ইত্যাদি কত কি।
  2. ইচ্ছে মত প্যারাগ্রাফগুলো এডিট করা, এলাইন করা,
  3. HTML ট্যাগ যোগ করা।
  4. স্পেশাল ক্যারেক্টার যোগ করা।
  5. ছবি যোগ করা।
  6. ইউটিউব ভিডিও এড করা।
  7. এমনকি রিলেটেড আর্টিকেল খুঁজে তা এড করা।
  8. লিঙ্ক দেয়া।
  9. লেখা দেয়ার সাথে সাথেই তা ফেইসবুক, ডিগ, রেডিট ইত্যাদিতে শেয়ার করার সুযোগ।

Scribefire এর আরো কিছু বৈশিষ্ট্যঃ

  1. ওয়েবপেইজ না ওপেন করেই তাতে লেখা পোস্ট করতে পারবেন।
  2. Wide variety ব্লগ সাইট সাপোর্ট করে। এমনকি আপনি আপনার নিজের কেনা ব্লগেও পাঠাতে পারবেন।
  3. Internet Explorer ছাড়া প্রায় সব ওয়েব ব্রাউজার সাপোর্ট করে।
  4. নেট ব্রাউজ করতে করতে ব্লগ লেখা যায়, এজন্য ব্রাউজিং-এর কোন ক্ষতি হয় না।
  5. দরকার অনুযায়ী পুরো স্ক্রিন বা ইচ্ছে মত সাইজের স্ক্রিন বানিয়ে তাতে কাজ করা যায়।
  6. এই সফটওয়্যার আপনাকে আপনার ব্লগের Control panel বা Dashboard এর চেয়েও বেশি স্পিড ও সুবিধা দিবে।
  7. হঠাৎ কম্পিউটার বন্ধ হয়ে গেলেও বা ফায়ারফক্স ক্রাশ করলেও লেখা অটুট থাকে। কোন ছবি বা শব্দ হারানো যায় না।
  8. এক ক্লিকে পাবলিশ হয়ে যা, এমন কি আপনার ব্লগে লেখাটি কেমন দেখাবে তাও প্রিভিও করা যায়।
  9. মোট কথায় বলা যায় এটি একটি পরিপূর্ণ ব্লগিং টুল।

এখানে ইউটিউব ভিডিও দেখুন কি করে Scribefire ব্যবহার করতে হয়ঃ

http://youtu.be/0fGyVgyN9zY

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment