Virtual Network Computing (VNC ) এর মাধ্যমে কিভাবে Computer দিয়ে Android ফোনকে Access করা যায়। তো শুরু করা যাক-
Mobile:
- ❉ আপনার Android ফোনটি অবশ্যই ROOTED হতে হবে।
- ❂ VNC Server (droid VNC server) Download করে আপনার Mobile এ Install করে নিন।
Download from GooglePlay
Download from Dropbox
- ❂ আপনার মোবাইল কে PC এর সাথ Wi-Fi দ্বারা কানেক্ট করুন (মোবাইলে Portable Hotspot তৈরি করে অথবা PCতে Hotspot তৈরি করে)।
- ❂ droid VNC server ওপেন করে Start করুন, একটি IP address পেয়ে যাবেন।
VNC Server
Computer:
- ❂ PC এর জন্য এখান থেকে VNC Server (RealVNC) এবং এখান থেকে Activation key ডাউনলোড করে নিন।
- ❂ ইন্সটল শেষে key দিয়ে অ্যাকটিভ করে নিন।
- ❂ VNC Viewer Open করে IP address দিয়ে Connect করুন।
VNC Viewer
- ❂ এবং উপভোগ করুন।
VNC Viewer
ধন্যবাদ সকলকে। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon