কেমন হয় যদি টেবিলে থাকা কম্পিউটারটি লেপের মধ্যে থেকে Android ফোন দ্বারা পরিচালিত (Display+Control) করা যায়! নিশ্চই শীতের রাতে একটু উষ্ণ অনুভব হবে। আর এ কাজটি আমরা করতে পারি Virtual Network Computing (VNC ) দ্বারা। চলুন শুরু করা যাক –
Computer:
- আপনার Wi-Fi সম্বলিত PC এর জন্য এখান থেকে VNC Server (RealVNC) এবং এখান থেকে Activation key ডাউনলোড করে নিন।
- ইন্সটল শেষে key দিয়ে অ্যাকটিভ করে নিন।
- আপনার মোবাইল কে PC এর সাথ Wi-Fi দ্বারা কানেক্ট করুন (মোবাইলে পোর্টেবল হটস্পট তৈরি করে অথবা PCতে হটস্পট তৈরি করে)।
- সব ঠিক থাকলে নিচের ছবির মত দেখাবে এবং Connectivityতে কিছু IP address পাবেন।
VNC Server
Mobile:
- VNC Viewer download করে আপনার Android Mobile এ Install করে নিন।
Download VNC Viewer
Download VNC Viewer
- VNC Viewer ওপেন করে PC এর VNC Server এর IP address এবং পছন্দমত নাম দিন।
VNC Viewer
Note: VNC Server এর Connectivityতে একাধিক IP address থাকতে পারে তাই Connect না হলে অন্য IP address গুলো ব্যবহার করুন।
- এবার Connect করুন।
VNC Viewer
- এবার আপনার PC এর UserName এবং Password দিয়ে OK করুন। এবং
VNC Viewer
- উপভোগ করুন-
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon