আপনার এডসেন্স একাউন্টে ১০০ ডলার হলেই কেবল গুগল চেক পাঠাবে এজন্য আপনার আরো ছোট একটি বিষয় খেয়াল রাখতে হবে তাহলো মাই একাউন্টে প্রবেশ করলে Holding payment নামের একটা অপশন আছে । আপনি যদি Payment hold এ মার্ক দিয়ে রাখেন তবে গুগল এডসেন্স আপনাকে চেক পাঠাবে না , মার্ক উঠিয়ে দিলে কেবল গুগল আপনাকে চেক পাঠাবে ।
অনেকে বেশী টাকা একসাথে পাওয়ার আশায় পেমেন্ট হোল্ড করে রাখে ।
কিন্তু আমার মতে Payment hold করে রাখবেন না কারন গুগল এডসেন্স যেকোন সময় সামান্য সমস্যায় বিনা নোটিসে আপনার একাউন্ট ব্যানড করতে পারে ।
যদি আপনি মার্ক উঠিয়ে দিয়ে থাকেন, তবে জুন মাসে যদি আপনার ১০০ ডলার পূর্ন হয়ে থাকে তবে জুলাই মাসে ২৫ তারিখে চেক ইস্যু করে পাঠিয়ে দিবে ও আপনাকে ইমেইলে জানিয়ে দিবে । আপনি যদি সিকিউরিটি ভাবে চেক আনেন তবে ৭দিনের মধ্য চেক পাবেন ।
আর যদি পোষ্ট অফিসের মাধ্যমে আনেন তবে ২৫/৩০ দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে ।
চেক হাতে পাওয়ার পর কি করবেন ?
চেকের মূল অংশ থেকে সাদা অংশ আলাদা করে নিন খুব সাবধানে ,কারন চেকের যেখানে মার্ক করা আছে ঐখানে কাটুন তবে ভুলে করে সবুজ অংশ কাটবেন না ,কারন ঐ সবুজ অংশটুকু আপনার চেকের নিরাপত্তা বহন করছে ।
চেক জমা দেওয়ার আগে
চেকের পিছনে ঘরে আপনার গুগল এডসেন্স একাউন্টে যে পে-নেম আছে হুবুহু সে নাম লিখুন যেমন MD RUBEL AHMED আছে সেখানে MD.Rubel ahmed লিখবেন না ।
- বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেনা অনলাইনে আয় কি ,ব্যাংক গুলো তার ক্ষেত্রে ব্যতিক্রম নয় । আমি যখন প্রথম এডব্রাইট চেকনিয়ে ব্যাংকে গিয়েছিলাম, ডাচ্ বাংলা,ঢাকা ও যমুনা ব্যাংকের লোকাল শাখা থেকে একটাই বানী শুনেছিলাম এটা তাদের দ্বারা সম্ভব নয় ।
- তবে কারো কারো মতে ডাচ্ বাংলা ব্যাংকে কোন কোন শাখায় চেক নেয় তবে অনেক ফি দিতে হয় ।
- আর্ন্তজাতিক লেনদেন করার ক্ষেত্রে আমি ইসলামী ব্যাংক বাংলাদেশকে এগিয়ে রাখবো .কারন যখন চেকটি নিয়ে ইসলামী ব্যাংকে গেলাম তারা চেকটি দেখে
- সকল অফিসার মিলে পরামর্শ করছিলো যদিও ডলারের পরিমান খুব কম ছিলো .সবাই মত দিলো এটা তাদের ব্যাংকে ভাঙ্গানো সম্ভব আমাকে একাউন্ট করার পরামর্শ দিলো .কিন্তু যে অফিসার
- বৈদেশিক লেনদেন দায়িত্বে উনি ঝামেলা মনে করলেন .উর্ধ্বতন অফিসারের আদেশে চেকটি রেখে দিল ,বাকী গল্প বলে আপনার সময় নষ্ট করব না । ঠিক ৪০ দিন পর টাকা আসলে আমাকে
- ফোন বলেছিলো যে আপনার টাকা এসে গেছে সেখান থেকে ৩০০টাকা চার্জ কেটেছিলো।
- তারপর ব্যাংকে যাওয়া মাত্র অন্যরকম সম্মান করেছিল এবং এডব্রাইট গুগল এডসেন্স সহ যে কোন চেক তাদের ব্যাংকে ভাঙ্গানোর পরামর্শ দিয়েছিল ।
- তবে বিডভারটাইসার চেক একটু ব্যতিক্রম আছে যা বিডভারটাইসার নিয়ে যখন আলোচনা করবো তখন জানতে পারবেন ।
চেক ব্যাংকে জমা দেওয়ার সময় আপনার ব্যাংকের বইতে কত ডলারের চেক জমা দিলেন অফিসারের সিল ও সাক্ষর সহ উঠিয়ে আনতে ভুলবেন না ।
যদি ইসলামী ব্যাংকের শাখা আপনার এলাকায় না থাকে তবে সোনালী ব্যাংকে যোগাযোগ করতে পারেন ।সরকারী ব্যাংকে চার্জ খুব কম কিন্তু সময় বেশী লাগবে ।
পূর্ব প্রকাশঃ http://www.facebook.com/groups/Onlineearninghelpline
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon