এডসেন্সের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন http://www.bidvertiser.com
অনেকে হয়তোবা বিশ্বাস করবেন না যে এডসেন্সকে হার মানাতে পারে বিডভারটাইজার ! এপর্যন্ত অনলাইনে যত উপার্জন করেছি বিডভারটাইসার তার সিংহভাগ দখল করে আছে ।
যদি কারো সন্দেহ থাকে তবে আমার পেমেন্ট তালিকাটি দেখে নিতে পারেন ।
তবে বিডভারটাইসারের টাকা উঠাতে অনেক নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল আমাকে যা আমার পরবর্তী লেখাগুলোতে প্রকাশ করবো । যেন বিডভারটাইসার নিয়ে অন্য কারো আমার মতো সমস্যায় পড়তে না হয় ।
অন্য যেকোন এড কোম্পানীর চেয়ে নিঃসন্দেহে বিডভারটাইসারকে ভাল মনে করি কেন ?
১.আপনি চাইলেই বিডভারটাইসার থেকে এড আনতে পারবেন . তারা আপনার সাইট রিভিউ করেনা ।
২. বাংলা সাইট বিডভারটাইসার সার্পোট করে ।
৩.আমরা বাঙ্গালীরা নকলের রাজা .আমার পরামর্শ নকল করবেন না । তবুও যদি কপিরাইট সমস্যায় গুগল থেকে ব্যানড হয়ে থাকেন তবে বিডভারটাইসার নেটওয়ার্কে আসতে পারেন ।
৪.আপনার কাজের পারফমেন্স ভাল হলে কনভেজ বোনাস পেতে পারেন ।
৫.আছে রেফারেল থেকে টাকা আয়ের সুযোগ ও তাদের টুলবার ব্যবহার করেও টাকা উপার্জন করতে পারেন ।
কি লোভ হচ্ছে বিডভারটাইসার নেটওয়ার্কে আসতে ?
থামুন !
আগে জেনে নিন । বিডভারটাইসার থেকে উপার্জন করতে সাইটে প্রচুর ভিজিটর থাকতে হবে ।যদি সাইটে ভিজিটর না থাকে খামাখা কষ্ট করতে যাবেন না । কারন বিডভারটাইসার গুগলের মত সারাক্ষন এড দিতে পারেনা ।
বিডভারটাইসারের ক্লীকরেট কেমন ?
আমি পার ক্লীক ৩সেন্ট থেকে ১ ডলার পর্যন্ত পেয়েছি । আর বিডভারটাইসার আপনার উপার্জনের হিসাব রিভিউ করে ২৪ঘন্টা পর পর আপনার ড্যাশবোর্ডে আপডেট করবে তাই ধৈর্য্য হারানোর কিছু নেই ।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon