ফেসবুক পেজে বন্ধুদেরকে আমন্ত্রণ জানান ৩ মিনিটে !

ফেসবুক পেজে আপনার সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাতে চান?

 ফেসবুক পেজে বন্ধুদেরকে আমন্ত্রণ জানান ৩ মিনিটে !

আপনারা অনেকেই আগে জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে সকল বন্ধুদেরকে একসাথে আমন্ত্রণ জানাতেন। কিন্তু ফেসবুক সাম্প্রতিক সময়ে ফেসবুক পেজে ইনভাইট জানানোর ফিচারটি কিছুটা পরিবর্তন করেছে। এখনকার নতুন ফিচারটিতে আপনাকে এক এক করে বন্ধুদেরকে আমন্ত্রণ পাঠাতে হয়। কিন্তু আগে বন্ধুদেরকে মার্ক বা চিহ্নিত করে পাঠাতে হত। ফলে কোড দিয়ে সব বন্ধুদেরকে একসাথে সিলেক্ট করে আমন্ত্রণ পাঠানো যেত। নিচে ফেসবুক পেজ ইনভাইট পদ্ধতির পূর্বরূপ এবং বর্তমান রূপ (স্ক্রিনশট) দেখানো হলঃ-

FB22 ফেসবুক পেজে বন্ধুদেরকে আমন্ত্রণ জানান ৩ মিনিটে !

ফেসবুকে পেজ ইনভাইট সিস্টেমের পূর্বের অবস্থা

 ফেসবুক পেজে বন্ধুদেরকে আমন্ত্রণ জানান ৩ মিনিটে !

ফেসবুকে পেজ ইনভাইট সিস্টেমের বর্তমান অবস্থা

তাই ২০১৪ সালে আপনাদের জন্য নিয়ে এসেছি ফেসবুক পেজ ইনভাইটের নতুন ফিচারে মাত্র ৩ মিনিটে আমন্ত্রণ জানানোর নতুন ট্রিকস। এতে আপনি মাত্র ৩ মিনিটের মাঝেই আপনার ফেসবুক পেজে আমন্ত্রণ জানাতে পারবেন ফেসবুকের সকল বন্ধুদেরকে। আর আপনার ফেসবুক পেজে লাইক বাড়ানো যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখেনা। তাহলে জেনে নিন আজকের নতুন ট্রিকস।

  • ফেসবুকে লগিন করে আপনার কাঙ্খিত পেজে যান।
  • পেজের ইনভাইট অপশন থেকে See All ক্লিক করুন। এতে সকল বন্ধুদের তালিকা সম্বলিত একটি পপ আপ বক্স দেখতে পারবেন।
  • এখন পুরো তালিকাটির শেষ প্রান্তে যান। অর্থাৎ ডান পাশের স্ক্রলিং বারটি টেনে পুরো তালিকার শেষ প্রান্তে যান।
  • এরপর ব্রাউজারের Console ট্যাবে যান। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারিরা ঐ পপআপ বক্সে মাউস রেখে ডান পাশের মাউস বাটন প্রেস করে Inspect Element ক্লিক করুন। এরপর একটি বক্স আসলে সেখানে Console অপশন দেখতে পারবেন এবং তাতে ক্লিক করুন। এবার নিচের কোডগুলো পেস্ট করে Enter চাপুন। কিছুক্ষন অপেক্ষা করুন। ব্যাস তাহলেই আপনার সকল ফেসবুক বন্ধুদেরকে আমন্ত্রণ জানানো হয়ে যাবে মাত্র ৩ মিনিটেরও কম সময়ে। আর ক্রোম ব্যবহারকারীরাও মজিলার মত উপায়ে Concole অপশন বের করুন এবং নিচের কোডগুলো পেস্ট করে Enter চাপুন।

var inputs = document.getElementsByClassName(‘uiButton _1sm’);
for(var i=0; iinputs[i].click();
}

আশা করি, উক্ত নতুন ট্রিকস ব্যবহার করে আপনার ফেসবুক ফ্যান পেজে লাইক বাড়াতে পারেন সহজেই

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment