কিছুদিন আগে উন্মুক্ত হয়েছে OSX Mavericks Mac এর তেমন বিষেশ কোন নতুনত্ব না থাকলেও আগের সব OS এর চেয়ে এটি ভালো হয়েছে । Microsoft ও তাই তাদের OS এর বাজারে তার আধিপত্য টিকিয়ে তাখতে উইন্ডোজ ৯ এর প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে ।
তবে কেমন হতে পারে উইন্ডোজ ৯ এ ব্যাপারে ডেভেলপার ডেনিয়াল(Daniel Skrzypoń) একটি নমুনা দর্শকদের আকর্ষণ করতে উন্মুক্ত করেছেন । চলুন দেখে নেই কেমন হতে পারে উইন্ডোজ ৯।
ডেনিয়াল জানিয়েছেন যে, উইন্ডোজ এর এই নতুন সংস্করণে অনেক নতুনত্ব থাকবে। এতে যুক্ত হছহে নতুন নতুন সব উইডগেট,থাকছে reworked ফাইল ম্যানেজার,উইডগেট ফন্ট ছোট বড় করার সুবিধা,থাকছে টাস্কবারে মিউজিক প্লেয়ার মিনিমাইয করা অবস্তাই গান বদলানোর,গান থামানর সুবিধা (চিত্রের মত)। তবে আশলে-ই উইন্ডোজ ৯ কেমন হবে এ ব্যাপারে চুরান্ত কোন কিছু জানায় নি এখনো মাইক্রসফট। সম্ভবত আগামি বছর এর নভেম্বর মাসের দিকে রিলিজ হবে উইন্ডোজ ৯ ।
কেমন লাগলো Windows 9 কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
এই পোস্ট টি পূর্বে প্রকাশিত হয় এখানে , আর এই রকম পোস্ট দেখতে এখানে ।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon