আপনার কম্পিউটার এখন থেকে কথা বলবে বাংলায়!

এখন থেকে আপনার কম্পিউটার বাংলায় কথা বলবে। ভাবছেন কি ভাবে?

আসুন দেখে নেই ভয়েস গুলো :

১. কোন ইরোর ম্যাসেজ আসলে বলবেঃ বস সমস্যা আছে।

২. ইউএসবি প্রবেশ করালে বলবেঃ বস ইউএসবি পাইছে, ভাইরাস চেক করে নেন।

৩. ইউএসবি আউট করলে বলবেঃ বস ইউএসবি খুললেন।

৪. কম্পিউটার অফ আউট করলে বলবেঃ আমি কিছুক্ষণের জন্য বন্ধ হচ্ছি।

৫. কম্পিউটার লগ অন করলে বলবেঃ আমি আবারো খুলছি।

ইত্যাদি আরো ভয়েস রয়েছে যেগুলো কমান্ড দেওয়ার সময় বলবে।

এখান থেকে ডাউনলোড করুন

যেভাবে ইন্সটল করবেনঃ

১. প্রথমে Bangla_Voice_Media_System ফাইলটি ওপেন করুন।

২. Install বাটনে ক্লীক করুন।

৩. সিরিয়াল কী 339-998 টাইপ করে দিন।

৪. ভয়েস মিডিয়া অটোমেটিক ইন্সটল হবে।

৫. এবার আপনার কম্পিউটারটি রিষ্টর্ট দিন।

৬. দেখবেন আপনার কম্পিউটার বাংলা ভয়েসে পরিণত হয়ে গেছে।

যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।

সবাই ভাল থাকবেন।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment