এবার কথা বলবে মৃত মানুষ

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট নিয়ে আসছে এমনই এক ভার্চুয়াল সফটওয়্যার, যার মাধ্যমে প্রিয়জনরা চাইলে মৃত মানুষের সঙ্গে স্কাইপিতে কথা বলতে পারবেন।ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজির এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই ওয়েবসাইটের নাম ‘ইটারনি ডট মি’।এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো মানুষের মৃত্যুর পর তাকে ডিজিটালি পুনর্গঠন করা যাবে। সেই মানুষের জীবিত অবস্থার চ্যাট লগ, সোশ্যাল নেটওয়ার্কিং তথ্য, ছবি, ইমেইলের সাহায্যে সেই মানুষের স্মৃতি ও তার আদবকায়দা বানানো যাবে।

ওয়েবসাইটটিতে জানানো হয়, ‘জীবদ্দশায় সৃষ্ট সমস্ত তথ্য সংগ্রহ করে জটিল কৃত্রিম ইন্টেলিজেন্স এলগারিদম ব্যবহার করে পুনর্গঠন করবে তাকে।’

সেখানেই সৃষ্ট হবে নতুন চরিত্র। তার অবস্থানটা হবে এমন, যার ব্যক্তিত্ব হুবহু মিলে যাবে মৃত মানুষের চরিত্রের সঙ্গে। আপনার সঙ্গে কথা বলা, তথ্য দেওয়া, কোনো ব্যাপারে পরামর্শ দেওয়া সবকিছুই করতে পারবে নতুন এই চরিত্র। এটি এমন একটি স্কাইপি, যে চ্যাট করবে অতীত থেকে।

ওয়েবসাইটটি লাইভ হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার পেজ ভিউ ও ১৩ হাজার ইমেইল রেজিস্ট্রেশন এসেছে ওয়েবসাইটে।

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment