এখন পর্যন্ত বিভিন্ন ধরনের কাজের জন্য নানা কিবোর্ড তৈরি হলেও বিশ্বে প্রথমবারের মতো তৈরি হয়েছে লেগো কিবোর্ড। এ কিবোর্ডের শিফট কি, অ্যারো কি থেকে শুরু করে প্রতিটি ‘কি’ তৈরিতে ব্যবহৃত হয়েছে খেলনা লেগোর টুকরো।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, লোগোর টুকরো দিয়ে অভিনব এ কিবোর্ডটি তৈরি করেছেন জেসন অ্যালারম্যান।
কানাডার অন্টারিও নিবাসী অ্যালারম্যান ২০০৫ সালে প্রথম এ ধরনের কিবোর্ড তৈরির উদ্যোগ নিলেও মৌলিক কিছু সমস্যার জন্য এর প্রটোটাইপ তৈরিতে ব্যর্থ হন। দ্বিতীয় উদ্যোগের সময় কৌশলে সমস্যাগুলোর সমাধান করে লেগো কিবোর্ডের প্রটোটাইপ তৈরি করেন তিনি। অ্যালারম্যান প্রথমে একটি সাধারণ কিবোর্ডের সেন্সর প্যাড, সার্কিট বোর্ড ও কম্পিউটার কেবল ঠিক রেখে সেটি থেকে শুধু কিগুলো খুলে নেন এবং পরে টেকনিক কানেক্টর ও এক্সলস তৈরি করে কিবোর্ডটিতে লেগো কিগুলো বসান।
এটি তৈরির বিষয়ে নিজস্ব ওয়েবসাইটে অ্যালারম্যান জানিয়েছেন, তার জন্য প্রথম চ্যালেঞ্জটি ছিল এমন একটি ফ্রেম তৈরি করা, যেটির মধ্যে লোগো কিগুলো সঠিকভাবে বসানো সম্ভব হবে এবং দ্বিতীয় সমস্যাটি ছিল কিবোর্ডের চিহ্নগুলোর জন্য উপযুক্ত প্রিন্টেড টাইল খুঁজে বের করা।
অ্যালারম্যান আরও জানিয়েছেন, তার পরিকল্পনা রয়েছে নতুন লেগোর টুকরো বের হলেই তিনি কিবোর্ডটি আপডেট করবেন।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon