পরিধেয় পণ্যের জন্যও অ্যান্ড্রয়েড পরিধেয় পণ্যের জন্যও অ্যান্ড্রয়েড

পরিধেয় পণ্যপ্রযুক্তিতে ব্যবহারের জন্য সফটওয়্যার ডেভলপমেন্ট কিট বাজারে আনছে ওয়েব জায়ান্ট গুগল। বিশেষ এ ডেভলপমেন্ট কিটটির ফলে নির্মাতারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক ফিটনেস ট্র্যাকার বা স্মার্টওয়াচের মতো পরিধেয় পণ্য তৈরি করতে পারবেন।
 

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পরিধেয় প্রযুক্তির জন্য অ্যান্ড্রয়েড নিয়ে আসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন গুগল অ্যান্ড্রয়েড, ক্রোম এবং অ্যাপসের ভাইস-প্রেসিডেন্ট সুন্দর পিচাই।

কিট প্রসঙ্গে পিচাই জানিয়েছেন, তারা সাধারণ প্রটোকলের একটি সেট তৈরি করতে চেয়েছিলেন যাতে করে দুটি জিনিসই একত্রে কাজ করতে পারে। এ কিটটি আর দুই সপ্তাহ পরেই পাওয়া যাবে বলেই জানিয়েছেন পিচাই। গুগলের এ বিষয়টি নিয়ে বিশ্লেষক সংস্থা আইডিসির মোবিলিটি রিসার্চের ভাইস প্রেসিডেন্ট জন ডেলানি জানিয়েছেন, গুগল পরিধেয় প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করছে এবং চাচ্ছে অন্যান্যরাও বিষয়টির গুরুত্ব বুঝুক। অন্যদিকে গুগলের এ পদক্ষেপটি যৌক্তিক বলেই মনে করছেন সিসিএস ইনসাইটের বিশ্লেষক জিওফ ব্লাবের।

অ্যান্ড্রয়েড ইতোমধ্যে ব্যবহার সংখ্যার দিক থেকে স্মার্টফোন অপারেটিং সিস্টেম তালিকার শীর্ষস্থানে রয়েছে। এছাড়াও গবেষণা সংস্থা গার্টনারের তথ্য অনুযায়ী, এ বছর একশ’ দশ কোটির বেশি অ্যান্ড্রয়েড চালিত ডিভাইস বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment