ওয়াইফাই কি এবং কিভাবে কাজ করে
WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক কী:
একটি সীমিত এলাকা অর্থাৎ একই ভবন, পাশাপাশি অবস্থিত ভবন অথবা একটি অফিস বা এপার্টমেন্টে অবস্থিত কমপিউটারসমূহ, প্রিন্টার ও অন্য কোন বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তারের পরিবর্তে রেডিও তরঙ্গের মাধ্যমে স্থাপিত আন্তঃসংযোগ ব্যবস্থাকে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) বলে।
উপরের ছবিটি একটি ব্রডব্যান্ড লাইন থেকে একাধিক কমপিউটারে ইন্টারনেট কানেকশনের একটি ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্কে প্রয়োজন একটি মডেম ও একটি ওয়ারলেস রয়টার। যে কোন কমপিউটারে ওয়্যারলেস এডাপটার অথবা ওয়্যারলেস কার্ড ইন্সটল থাকলে এই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কানেকশন শেয়ার করতে পারবে।
একটি ওয়াইফাই রয়টার/একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে কোন বিশেষ স্থানে যখন ওয়ারলেস ইন্টারনেট কানেকশনের সুবিধা প্রদান করা হয় তখন সেই স্থানকে Hot Spot বলা হয়। একাধিক একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে সৃষ্ট হটস্পটগুলোকে সমন্বয় করে যখন বড় এলাকা ভিত্তিক একটি ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হয় তখন সেই এলাকাকে Wi-Fi Zone বলা হয়।
মোবাইল ব্রডব্যান্ড বনাম ওয়াইফাই হটস্পট:
মোবাইল ব্রডব্যান্ড সেবা সাধারণত মোবাইল ফোনের কোম্পানীগুলো দিয়ে থাকে। সুতরাং প্রায় সব জায়গা থেকে (মোবাইল ফোন নেটওয়ার্ক) মোবাইল ফোন বা ওয়ারলেস মডেমের সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়। ওয়াইফাই হটস্পটে এই সুযোগ একটি সীমিত এলাকার মধ্যে সীমাবদ্ধ। ইদানীং বড় বড় শহরের বাস/ট্রেন স্টেশন, শপিং সেন্টার গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ওয়াইফাই জোন সৃষ্টি করা হচ্ছে। মোবাইল ব্রডব্যান্ড সার্ভিসের মাসিক চার্জ বেশী। এছাড়া একদেশ থেকে অন্য দেশে গেলে মোবাইল ব্রডব্যান্ড সার্ভিস কাজ করে না, যদি কাজ করে তবে চার্জ হয় খুবই বেশী। তাই নিজস্ব ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে প্রয়োজনীয় সময়ের জন্য ওয়াইফাই হটস্পট থেকে ইন্টারনেট কানেকশন সস্তা। ইদানিং বিভিন্ন শহরের ওয়াইফাই হটস্পটের তালিকা নেটে পাওয়া যায়।
ওয়াইফাই কনফিগারেশন
ইদানিং নতুন মডেলের অনেক ল্যাপটপে ওয়াইফাই কার্ড আগে থেকেই ইনস্টল করা থাকে। আর না থাকলে আলাদা ওয়াইফাই এডাপটার/কার্ড কিনতে পাওয়া যায়। কার্ডের সাথে ইনস্টল-কনফিগারেশনের নিয়ম লেখা থাকে। এটা তেমন কঠিন নয়, এডাপটার/কার্ড সংযুক্ত করে কমপিউটার অন করলে অটো-ডিটেক্ট হয়ে কনফিগারেশন উইনডোজ চলে আসে।
"তথ্য এবং চিত্র সংগ্রেহিত"
ওয়াইফাই জোন
কিছু ওয়াইফাই নেটওয়ার্ক জোন থাকে ফ্রি।
ব্যবসায়িক উদ্দেশ্যে যদি কোন ওয়াইফাই সেবা দেওয়া হয় তবে সেই নেটওয়ার্ক পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে যাতে ক্লায়েন্ট ছাড়া কেউ ইউজ না করতে পারে। শুধু মাত্র ক্লায়েন্ট তার পাসওয়ার্ড দ্বারা নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারে।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি প্রোফেশনাল হ্যাকিং সফটওয়্যার যার মাধ্যমে দুনিয়ার তাবৎ পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্কের, পাসওয়ার্ড ক্র্যাক করতে পারবেন এবং বিনা মুল্যে পুরো সুবিধা উপভোগ করতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাই সচিত্র বর্ননায়।
এটি নিয়ে কাজ করার আগে সবার প্রথমে আপনার পিসির এন্টিভাইরাসের প্রোটেকশন পজ বা টোটালি অফ করুন।
এন্টিভাইরাসের প্রোটেকশন পজ বা টোটালি অফ করার কথা বলা হয়েছে এই কারনে, কারন এন্টিভাইরাস এটিকে হারমফুল সফটওয়্যার হিসাবে ডিটেক্ট করবে এবং আপনাকে কাজ করতে দিবেনা।
তারপর ডাউনলোড করে নিন "Wifi Password Recovary" সফটওয়্যারটি।
সফটওয়্যারটির বাজার মুল্য 1099$ মানে বাংলাদেশি টাকায় প্রায় ৭৭০০০ টাকা!! আর আমি এটি আপনাদের সাথে শেয়ার করছি বিনামুল্যে।
উপরের সফটওয়্যারটি নিচের নেটওয়ার্ক কার্ড অথবা আডাপ্টার গুলো সাপোর্ট করে সুতরাং কাজ করার আগে মিলিয়ে নিন যে আপনারটার সাথে মিলে কি, না................................
WI-FI NETWORK CARDS OR ADAPTORS ONE MUST BE;
- Atheros Wireless Network Adapter (AR5008)
- Broadcom 802.11n Network Adapter (requires Windows Vista or 7)
- D-Link DWA-542 RangeBooster N Desktop Adapter
- D-Link DWA-547 RangeBooster N Desktop Adapter
- D-Link DWA-552 Xtreme N Desktop Adapter
- D-Link DWA-556 Xtreme N PCI Express Desktop Adapter
- D-Link DWA-642 RangeBooster N Notebook Adapter
- D-Link DWA-643 Xtreme N Notebook ExpressCard Adapter
- D-Link DWA-645 RangeBooster N 650 Notebook Adapter
- D-Link DWA-652 Xtreme N Notebook Adapter
- Dell Wireless 1505 Draft 802.11n WLAN Mini-Card (requires Windows Vista or 7)
- Dell Wireless 1510 Wireless-N WLAN Mini-Card (requires Windows Vista or 7)
- Dell Wireless 1515 802.11 Wireless-N Mini-Card (requires Windows Vista or 7)
- Gigabyte GN-WI03N (mini) PCI WLAN Card
- Gigabyte GN-WI06N (mini) PCI Express WLAN Card
- Gigabyte GN-WM02N Express WLAN Card
- Gigabyte GN-WP02N PCI Express WLAN Card
- Intel Wireless WiFi Link 4965AGN (requires Windows Vista or 7)
- Intel Ultimate N WiFi Link 5100 (requires Windows Vista or 7)
- Intel WiMAX/WiFi Link 5150 (requires Windows Vista or 7)
- Intel Ultimate N WiFi Link 5300 (requires Windows Vista or 7)
- Intel WiMAX/WiFi Link 5350 (requires Windows Vista or 7)
- Linksys Dual-Band ExpressCard WEC600N (requires Windows Vista or 7)
- Linksys Dual Band USB Adapter WUSB600N (requires Windows Vista or 7)
- NEC AtermWL300NC (PA-WL300NC) Wireless Network Adapter
- Realtek RTL8192E Wireless LAN 802.11n PCI-E NIC (requires Windows Vista or 7)
- TP-Link TL-WN910N Wireless N Cardbus Adapter
- CACE Technologies AirPcap Nx USB Adapter
- 3Com OfficeConnect Wireless a/b/g PC Card (3CRWE154A72)
- Atheros Wireless Network Adapter (AR5001 through AR5007)
- Broadcom 802.11g, b/g, a/b/g Network Adapter (requires Windows Vista or 7)
- Cisco Aironet 802.11a/b/g Wireless Cardbus Adapter
- D-Link WNA-2330 RangeBooster G Notebook Adapter
- D-Link AirPremier DWL-G680 Wireless Cardbus Adapter
- D-Link AirPremier DWL-AG660 Wireless Cardbus Adapter
- D-Link AirPremier DWL-AG530 Wireless PCI Adapter
- D-Link AirXpert DWL-AG650 Wireless Cardbus Adapter
- D-Link AirXpert DWL-AG520 Wireless PCI Adapter
- D-Link AirPlus G DWL-G630 Wireless Cardbus Adapter (Rev. C, Rev. D)
- D-Link AirPlus Xtreme G DWL-G520 Adapter
- D-Link AirPlus Xtreme G DWL-G650 Adapter
- D-Link Wireless 108G DWA-120 USB Adapter (requires Windows Vista or 7)
- Dell Wireless 1390 WLAN Mini-Card (requires Windows Vista or 7)
- Dell Wireless 1395 WLAN Mini-Card (requires Windows Vista or 7)
- Dell Wireless 1397 WLAN Mini-Card (requires Windows Vista or 7)
- Gigabyte GN-WI01GT (mini) PCI-E WLAN Card
- Gigabyte GN-WI01HT (mini) PCI WLAN Card
- Gigabyte GN-WI07HT (mini) PCI-E WLAN Card
- Gigabyte GN-WIAG/GN-WPEAG (mini) PCI WLAN Card
- Gigabyte GN-WIAH (mini) PCI WLAN Card
- Gigabyte GN-WLMA102 Cardbus WLAN Card
- Gigabyte GN-WM01GT Cardbus WLAN Card
- Gigabyte GN-WMAG Cardbus WLAN Card
- Gigabyte GN-WP01GT (mini) PCI WLAN Card
- Intel PRO/Wireless 3945ABG Network Connection (requires Windows Vista or 7)
- LinkSys WPC55AG Dual-Band Wireless A+G Notebook Adapter
- NETGEAR WAG511 802.11a/b/g Dual Band Wireless PC Card
- NETGEAR WG511T 108 Mbps Wireless PC Card
- NETGEAR WG511U 54AG+ Wireless PC Card
- NETGEAR WG511U Double 108 Mbps Wireless PC Card
- NETGEAR WPN311 RangeMax Wireless PCI Adapter
- NETGEAR WPN511 RangeMax Wireless PC Card
- Proxim ORiNOCO 802.11a/g ComboCard Gold 8480
- Proxim ORiNOCO 802.11a/g ComboCard Silver 8481
- Proxim ORiNOCO 802.11a/g PCI Adapter 8482
- Proxim ORiNOCO 802.11b/g ComboCard Gold 8470
- Proxim ORiNOCO 802.11b/g ComboCard Silver 8471
- SMC 2336W-AG v2 Universal Wireless Cardbus Adapter
- TRENDnet TEW-501PC 108Mbps 802.11a/g Wireless CardBus PC Card
- Ubiquiti Networks SRC Wireless Network Adapter
- CACE Technologies AirPcap Ex USB Adapter
১. প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করুন এবং রান করান। প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করুন।
২. "Rules" Tab এ যান এবং "Enable advanced rules" এ টিক দিন।
৩. "Formula" বক্সে নিচের কোডটি পেস্ট করুন, "tods=1 and dmac=FF:FF:FF:FF:FF:FF" (চিত্রের মত) এবং "Name" বক্সে টাইপ করুন "a" (চিত্রের মত)। তারপর "Add/Edit" ক্লিক করুন।
৪. উপরের মত উইন্ডো আসবে। চিত্রের মত "a" তে টিক দিন।
৫. এবার "Settings" এ গিয়ে "option" ক্লিক করুন।
৬. "Memory Usages" Tab এ যান এবং হুবহু চিত্রের মত করে সেটিং করে Ok করুন। (maximum packets in buffer ২০০০০ করে দিন) (যদি রিস্টার্ট চায়, রিস্টার্ট করুন, মানে প্রোগ্রাম টি ক্লোজ করে আবার চালু করুন)।
৭. ডান দিকে উপরে তিনটি ফানেল দেখা যাচ্ছে, D লেখা প্রথম ফানেলটি চেক করে বাকি দুটি আনচেক করুন।
৮. তারপর Search বাটনটি ক্লিক করুন এবং যে নেটওয়ার্ক টি ক্র্যাক করতে চান তা খুজে বের করুন।
৯. তারপর তা "Channels" Tab এ ড্র্যাগ করে সিলেক্ট করুন এবং চিত্রানুযায়ী Capture বাটন ক্লিক করুন।
১০. এখন অন্য যে এডাপ্টার যেটি কোন কিছু Capture করছে না সেটি দিয়ে পাসওয়ার্ড প্রোটেক্টেড নেটওয়ার্কে কানেক্ট করুন, যখন পাসওয়ার্ড চাইবে তখন আপনার ইচ্ছামত কিছু যেমন 123456 দিয়ে দিন।
১১. তখন এই মেসেজ দেখাবে "Connected with limited connectivity" ( আমার পিসিতে ওয়াইফাই কার্ড এবং আমার এলাকায় ওয়াইফাই জোন নেই বিধায় স্ক্রীনশট দেখাতে পারলাম না)
১২. পুনরায় মেইন মেনুতে যান এবং "Packets" Tab এ যান, সব কিছু ঠিকঠাক থাকলে, উপরের চিত্রের মত কিছু Packet এর Couple দেখতে পারবেন।
১৩. “ARP REQ” নামের Packet এ রাইট ক্লিক করুন তারপর "Send Packet(s)" এ গিয়ে Selected ক্লিক করুন।
১৪. উপরের মত একটি মেনু আসবে।
১৫. এখন চিত্রের মত Value গুলি চেঞ্জ করুন। তারপর "Send" বাটন ক্লিক করুন।
১৬. পুনরায় মেইন মেনুর "Rules" Tab এ যান এবং আপনার তৈরিকৃত Rule টি আনচেক করুন।
১৭. প্রথম ২০০০০ Packet সিলেক্ট করুন এবং Save করুন। অবশ্যই মনে রাখবেন যে কথায় এটি সেভ করেছেন। "Save as" করার সময় "ncf" ফাইলের পরিবর্তে "dump cap" ফাইল হিসাবে সেভ করুন। ( আমার পিসিতে ওয়াইফাই কার্ড এবং আমার এলাকায় ওয়াইফাই জোন নেই বিধায় ২০০০০ Packet এর লিস্ট দেখাতে পারলাম না)
১৮. এখান থেকে Aircrack-NG জিপ ফোল্ডারটি নামিয়ে নিন। এবং Extract করুন।
১৯. bin ফোল্ডারে যান এবং aircrack-ng-GUI.exe ফাইলটি চালু করুন। তারপর যে Packet গুলো সেভ করেছিলেন সেগুলো ওপেন করে সিলেক্ট করুন এবং launch বাটন ক্লিক করুন।
২০. একটি IV এর লিস্ট দেখতে পাবেন তারপর যে নেটওয়ার্ক ক্র্যাক করতে চান সেটি সিলেক্ট করুন।
২১. Connected ক্লিক করুন, যাদুর মত connected হয়ে যাবেন আপনার কাংখিত নেটওয়ার্কে।
**আমার পিসিতে ওয়াইফাই কার্ড এবং আমার এলাকায় ওয়াইফাই জোন নেই বিধায় কিছু স্ক্রীনশট দেখাতে পারলাম না।
এটির সাহায্যে আর যেসব কাজ করতে পারবেন..............................
এটির সাথে যে স্ক্রীনশটহীন ইংলিশ টিউটোরিয়াল ছিল এই হল তার মোটামুটি স্ক্রীনশট সহ বাংলা টিউটোরিয়াল। ইংলিশ টিউটোরিয়ালটি সফটওয়্যার এর সাথে দেওয়া আছে তবুও আমি নিচে দিয়ে দিচ্ছি। এছাড়া হেল্প মেনুতে আরো ডিটেইল দেওয়া আছে।
ইংলিশ টিউটোরিয়াল.............................................
WHAT TO DO;
1.Install Commview.
2.Open commview and install the commview drivers to a card. It should prompt you
about your card and than automatically install the driver.
3.Go to the rules tab and check enable advanced rules
4.Type in the box labled formula tods=1 and dmac=FF:FF:FF:FF:FF:FF then type a
name for your formula in the box labled name and than click add/edit.
5.This should now appear in the upper box. if it is not checked, check it.
6.Click settings = options = memory usage and turn maximum packets in buffer to
20000. If it prompts you to restart it, do so. There are three funnel
looking things on the main menu bar of commview. uncheck all but the first one
(one labled capture data packets)
7.Click the play button and scan for the network you want to crack.
8.Once you have found it, drag the channel menu down to the desired channel and
click capture.
9.Now using your other adapter thats not capturing, connect to the password
protected network. when it asks you for key, type in something random, like
1234567890.
10.It should now say connected with limited connectivity.
11.Go back to your commview menu and click on the packets tab. you should see a
couple of packets.
12.Looking at the protocol column, you should see a couple labled IP/UDP, ARP
REQ, and a couple of others. Right click on any packet labled “ARP REQ” and
than click send packet, and selected. A mini menu should now appear.
13.On the mini menu, change packets per second to 2000, and rather than 1
time(s), click continuously, and Then click send.
14.Go back to the main commview window and go to the rules tab, and uncheck the
rule you made.
15.You are now injecting and you should see the number of packets rising
really fast.
16.Save the packets, you have to save every 20000 packets, click file, save
and than in the save dialogue, remember where you saved it, and instead of
saving it as an ncf file, save it as a dump cap file.
17.Extract the Aircrack-NG folder.
18.open aircrack-ng-GUI that can be found in the map “bin” and select the files
you saved, and than click launch.
19.Look at the list of IV’s you have, and select the network you want to crack
there should be a list of a lot of them, chose the one with the most IVs.
20.You should now be connected to the desired network.
এখানে একটা কথা বলতে চাই যে "চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ে ধরা"
তাই সাবধানে ইউজ করুন। আর ভুলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনী বা এ টাইপের কোন নেটওয়ার্ক ক্র্যাক করবেন না। ধরা খাইলে কিন্তু আমি দায়ি থাকবো না।
টিউনটি সময় নিয়ে যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon