সবাই সালাম নিন ।
আশা করি ভাল আছেন ।
আজ কোন প্রযুক্তি বিষয়ে টিপস নিয়ে আসিনি ।
আজকে একটা আনন্দের এবং অত্যন্ত খুশির একটা সুখবর নিয়ে এসেছি ।
ফেসবুকে এদানিং “হ্যালো টুডে” নামক একটি অনলাইন নিউজ পোর্টাল খুবই খারাপ এবং বাজে ছবি ও খবর প্রকাশ করে আসছিলো ।
এই পেজটির প্রায় প্রতিটি পোস্ট এ নগ্ন – অর্ধ নগ্ন এবং উত্তেজক ছবি থাকতো ।
এবং এদের কাছে দুনিয়ার সব চেলেব্রিটির scandal যেন স্টক থাকতো ।
তাদের ওয়েবসাইট এ ভিসিটর নেওয়ার জন্য কোন উত্তেজক ছবির সাথে কিছু কুরুচি পূর্ণ পোস্ট এর অর্ধেক অংশ থাকতো বাকি টা লিঙ্ক হিসাবে তাদের ওয়েবসাইট এ redirect করত ।
এ ছাড়া ও ওয়েব সাইট এ ভিসিটর নেওয়ার জন্য আর বিভিন্ন রকমের অশ্লীল পন্থা অবলম্বন করতো ।
তাদের এই সব অশ্লীল পোস্ট এর প্রতিক্রিয়ায় সাধারন পাঠকদের মন্তব্য দেখে বোঝা যেত, সাধারন ফেসবুক ব্যবহার কারিরা কতটা অতিষ্ঠ এবং বিরক্ত ছিল ।
তাছাড়া পরিবার এর সবার সমানে ফেসবুক ওপেন করা ছিল খুবই লজ্জার ব্যাপার ,
এবং আসন্ন পবিত্র রমজান মাসেও ব্যবহারকারিরা সমস্যার সম্মুখীন হত ।
কিন্তু আশার কথা যে ফেসবুক কতৃপক্ষ ১০ লক্ষ+ ফ্যানের হ্যালো টুডের পত্রিকা টির ফ্যান পেজটি বন্ধ করে দিয়েছে ।
আমি ব্যক্তিগতভাবে প্রায় তাদের প্রতিটি পোস্ট এ রিপোর্ট করতাম ।
নিচের ছবিটি দেখুন
হ্যালো টুডে নামক অশালীন পেজটি বন্ধ করেছে ফেসবুক কতৃপক্ষ
এ ছাড়া আরও বিভিন্ন ব্যবহারকারির রিপোর্ট এর কারনে হ্যালো টুডে নামক অশালীন পেজটি বন্ধ করেছে ফেসবুক কতৃপক্ষ ।
হ্যালো টুডে এর ওয়েব সাইট – wwww.hello-today.com
এবং তাদের ফেসবুক পেজ এর লিঙ্ক টি ছিল - www.facebook.com/dailyhellotoday
আজ এই পর্যন্ত
টিউন ভাল লাগলে আমার টেক পেজে একটি লাইক দিতে পারেন
ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন
ধন্যবাদ
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon