নিয়ে নিন Connectify 8 pro এবং যেকোনো ভার্সনকে Crack করুন (step by step)

সবাই সালাম নিন ।
আশা করি ভাল আছেন ।
আজ  আপনাদের সামনে এমন একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি।
যেটার উপকারিতা এবং প্রয়োজনীয়তা শুধু পূর্বে যারা  ব্যবহার করেছেন
ভাল তারাই জানবেন।
 
পিসিতে পোর্টেবল ওয়াইফাই হটস্পট  বানাতে এই সফটওয়্যার মানসম্মত বিকল্প সফটওয়্যার নেই।
প্রথমে  এখান থেকে নিয়ে নিন ।
যাই হোক আপনাদের কে Connectify 8 pro version দিচ্ছি, সাথে পরবর্তীতে এই সফটওয়্যার এর যে সব ভার্সন আসবে তার Crack  ফাইল সহ পূর্ণ নিয়মাবলী। 
আর দেরি কেন?
নিয়ে নিন
Connectify 8 with Crack
btn_download_sm
শুধু  Crack
  d0
কিভাবে   Crack করবেন ?
==============================
১) ডাউনলোড শেষে  Setup ফোল্ডার থেকে  সফটওয়্যারটি ইন্সটল দিন।
চিত্র অনুযায়ী করুন ।
1
২)  চিত্র এর মত রেবুট  করতে “yes” এ  ক্লিক করুন
2
৩)আপনার  পিসি  restart  হয়ে পুনরায় আবার  সফটওয়্যারটি  setup নিবে।
এবং  setup শেষে এই  window টি আসবে।
এইটি  যেভাবে আছে, কোন কিছু না করে( close, reboot, i want to restart now) রেখে দিন।  
বাকি কাজ শেষে  reboot করবেন ( important) 

3
৪)এইবার Crack ফোল্ডার থেকে Connectify 8 Crack অ্যাপ টি ওপেন করুন
নীচের চিত্রের মত করুন।
আপনার সফটওয়্যার এর সেটাপ location দেখিয়ে দিন।
তারপর active pro তে  ক্লিক করুন।
4
৫) নীচের   মত আসবে, ok দিয়ে ক্লোজ করুন।
5
৬) এবার  crack এর একই ফোল্ডার এ  “BLOCKHosts” নামে যে batch file টি আছে  সেটা  mouser right ক্লিক করে   “run as administrator” দিয়ে ওপেন করুন।
নীচের ছবিতে দেখুন।
 6
৭) এইবার  শেষ কাজ।
যে window টি ৩ নাম্বার স্টেপ এ রেখে দিয়ে ছিলেন সেটা   ওপেন করে reboot করুন   
৮) এরপর about এ গিয়ে দেখুন  pro ভার্সন পেয়েছেন কিনা।
যদি না হয়, এর তাহলে  এর জন্য সম্পূর্ণ আপনি দায়ী থাকবেন !!!!!!!!!!!! 7 10
7 

সতর্কতা
==============================
• আপনাকে অবশ্যই 'BLOCKHosts.bat'  ফাইল টি  Run as  ADMINISTRATOR দিয়ে ওপেন করতে হবে,যদিও crack ফাইল টি  host ফাইল টিকে অলরেডি  মোডিপায় করেছে( কারন crack ফাইল অনেক সময় এইটাকে  বোঝতে পারে না)
• crack করার পর আপনি এই  Connectify সফটওয়্যারটি  সরাসরি  update করতে পারবেন না। এইভাবে update করার পরিবর্তে নুতুন update ভার্সন নামিয়ে পূর্বের মত ইন্সটল করতে পারেবন।
• নুতুন ভার্সন ইন্সটল করার আগে
আপনাকে অবশ্যই  টিউনের  ৪ নাম্বার  স্টেপ থেকে  “DEACTIVATE PRO”  তে ক্লিক করে বন্ধ করতে হবে, টা নাহলে এই সম্পর্কিত  আপনার সব details connectify developers  দের  কাছে চলে যাবে। 
আর তারা এই পদ্ধতি  বন্ধ করে দিলে অনেকের আপানার সাথে সাথে  ক্ষতি হবে ।
সফটওয়্যার নোট
==============================
• windows এর ২ ই  ভার্সন  Support করবে(৩২ বিট,৬৪ বিট)  
• Windows xp অথবা এর নীচের ভার্সন এ  compatible হবে না।
চেষ্টা করে  দেখতে পারেন
আজ এই পর্যন্ত
ফেসবুকে  আমি
টেকি ব্লগ
পার্সোনাল ব্লগ
টিউন ভাল লাগলে আমার টেক পেজে একটি লাইক দিতে পারেন  
ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন
ধন্যবাদ































Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment