হ্যাকিং থেকে বাঁচার উপায়

পিসি হ্যাকিং এর মাধ্যমে আপনার অজান্তেই আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারের কাছে চলে যেতে পারে।আপনার ইমেইল,পাসওয়ার্ড ইত্যাদি সব হ্যাকার পেয়ে যেতে পারে পিসি হ্যাকিং এর মাধ্যমে!এমনকি আপনার পিসির সব কিছু ডিলিটও করা সম্ভব,ওয়েবক্যাম দিয়ে আপনার ছবি তুলে নিয়ে যাওয়ায় সম্ভব পিসি হ্যাকিং এর মাধ্যমে।
পিসি হ্যাকিং এর জন্য হ্যাকাররা প্রধানত দুইটা সফটওয়্যার ব্যবহার করে থাকে।
১.কিলগার
২.র‍্যাট
কিলগারঃ এটি আপনার পিসিতে হ্যাকার ইনস্টল করে ফেলতে পারলে আপনি কি-বোর্ডে যা যা টাইপ করবেন তা সব হ্যাকার পেয়ে যাবে। কি-বোর্ডের তথ্য লগ করে বলেই এর নাম কি-লগার।কিলগার আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারের আছে পাচার করে দিতে সক্ষম।
র‍্যাটঃ র‍্যাটের মাধ্যমে আপনার পুরো পিসির কন্ট্রোল একজন হ্যাকার নিতে পারবে।আপনার পিসিতে র‍্যাট ইনস্টল থাকলে আপনার পিসি আর আপনার কথা শুনবে না,শুনবে হ্যাকারের কথা।
কিলগার এবং র‍্যাট দুইটা আলাদা আলাদা জিনিষ হলেও এর থেকে বাঁচার প্রক্রিয়া একই।
বাঁচার উপায়ঃ কিলগার,র‍্যাট,ভাইরাস যাই বলুন না কেন এগুলা থেকে বাঁচার সবচেয়ে ভাল হয়েছে একটি আপ-ডেটেড এন্টি ভাইরাস ব্যবহার করা।আপনি যত ভালই এন্টি ভাইরাস ব্যবহার করুন না কেন তা যদি Updated না হয় তাহলেসে এন্টি ভাইরাসের কোন দাম নেই।আমি Eset ব্যবহার করি।এভাস্ট,কেস্পারস্কে,পান্ডা তেমন ভাল না (আমার ব্যক্তিগত মতামত) ।
আমাদের সবার পিসিতে একটা ফায়ারওয়াল আছে।কিন্তু বেশিরভাগ মানুষই জেনে অথবা না জেনেই ফায়ারওয়াল অফ করে রাখে।এটা একটা মারাত্মক ভুল।ফায়ারওয়াল কখনো অফ করবেন না।ফায়ারওয়াল অন করতে Windows>Control Panel এ যান। View by Large icon দেন। এরপর Windows firewall e ঢুকুন।তারপর Turn Windows Firewall on oroff এ গিয়ে On করে দিন।
অতিরিক্ত সর্তকতার জন্য একটি এন্টি কিলগার ব্যবহার করতে পারেন।Zamana Anti Keylogger আমি ব্যবহার করি।
আজে বাজে কোন সফটওয়্যার ইনস্টল দিবেন না।অনলাইনে কোন ফাইল স্ক্যান করতে www.virustotal.com ব্যবহার করতে পারেন।কিলগার,র‍্যাট এর একটি বড় দুর্বলতা হচ্ছে আপনি যতক্ষন পর্যন্ত এদের উপর ক্লিক না করে ইনস্টল না করেন,ততক্ষন পর্যন্ত এরা আপনার পিসিতে সক্রিয় হতে পারবে না।
সব সময় আপডেটেড সফটওয়্যার,ব্রাউসার ব্যবহারের চেষ্টা করবেন,না জেনে কোন অচেনা লিংকে ক্লিক করবেন না।সাইবার ক্যাফেতে গেলে ইমেইল/পাসওয়ার্ড টাইপ করার সময় অনস্ক্রিন কি-বোর্ড ব্যবহার করবেন।অনস্ক্রিন কি-বোর্ড অন করার জন্য Run(Windows+r Key একসাথে চেপে) এ যান।তারপর osk লিখে এন্টার চাপুন।অনস্ক্রিন কি-বোর্ড অনহয়ে যাবে।

Photo

ধন্যবাদ---- https://facebook.com/hossainbishal

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment