ছবি অপ্টিমাইজ করার জন্য ছোট একটি সফট যার নাম Ashampoo Photo Optimizer পোর্টেবল ভার্সন। ইন্সটলের কোন ঝামেলা নেই। শুধু ডাউনলোড করবেন আর Ashampoo Photo Optimizer এতে ক্লিক করে টাস্কবার আইকন থেকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করবেন। তার পূর্বে রার ফাইল এক্সট্রাক্ট করুন এবং পাসওয়ার্ড দিন @zakir মাত্র ১১.২ মেগাবাইট। ওপেন করলে নিচের চিত্রের মত পাবেন---------
১. এখান থেকে আপনি যে ফাইল এ ছবি আছে তা সিলেক্ট করে নিন। এবং কাজ শেষে এখান থেকে ছবি অন্য কোন জায়গায় সেভ করে নিন।
২. এখান থেকেও আপনি ছবি সিলেক্ট করে নিতে পারেন।
৩. সিলেক্ট করলে এখানে সব ছবি দেখতে পারবেন, যে ছবিকে অপ্টিমাইজ করবেন তা সিলেক্ট করে নিন।
৪. আপনি একসাথে সব গুলি ছবি অপ্টিমাইজ করে নিতে পারেন। তবে তা ম্যানুয়ালি করাই শ্রেয়।
৫. ছবি দেখতে সুবিধার জন্য জুম বা ছোট করে দেখার সুযোগ এখানে পাবেন।
৬. এখানে আপনি ছবি অপ্টিমাইজ, ছবি সিলেকশন চেঞ্জ, কালার সিলেকশন, বিভিন্ন ইফেক্টস, চোখের লাল আকার ঠিক করার অপশন পাবেন। তবে Color Correction এ ক্লিক দিয়ে ঠিক করে নেয়াই উত্তম। ছবি মন মত অপ্টিমাইজ করা হলে অরজিনাল ছবি দেখে নিন। সব শেষে ফিনিশ এ ক্লিক দিয়ে উপরে মেনু থেকে ছবিকে সেভ করে নিন।
ডাউনলোড করতে নিচের ইমেজে ক্লিক দিন---------
---------------------------------------------------------------------------------------------------------
আর আপনি এর মাধ্যমে বীজগণিতও করতে পারবেন। তো তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলুন এখান থেকে। ডাউনলোড করার পর Extract করার পর ফোল্ডারে যে MathApp.exe নামক প্রোগ্রাম রয়েছে তা চালু করলেই ক্যালকুলেটর ওপেন হবে।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon