গুগলের মজার সব তথ্য যা আপনি জানেন না

কেবল মানুষই শুধু মজা করবে তা নয়। কেননা গুগলও কিন্তু মজা করা থেকে বিরত থাকেনা। বরং সব সময়ই দেখা যায় গুরুত্বপূর্ণ দিনগুলতে গুগলের আগমন ঘটে একটু ভিন্নভাবে। এছাড়া ওয়েব দুনিয়ার কোন এক কোনে এই কোম্পানিটি আপনার জন্যে লুকিয়ে রেখেছে না না মজার সব আয়োজন যা আপনি দেখেননি এতদিন। চলুন দেখে নিই গুগলের মজার সব তথ্যঃ

গুগলের মজার সব তথ্য যা আপনি জানেন না tips-tune.tk
গুগল সার্চ: যদিও গুগল সার্চ হচ্ছে আপনার অজানা সব প্রশ্নের সমাধান কিন্তু অনেক সময় এই সার্চইঞ্জিনটি দারুণ মজার রূপে নিজেকে প্রকাশ করে।
অ্যাসকিও (Askew): যখনই আপনি “askew” এবং “tilt’’ শব্দ দুটি খুঁজতে যাবেন তখন দেখবেন উইন্ডোটি একটু অন্যভাবে আসবে।
ব্যারেল রোল (Barrel roll): গুগল কে যদি “do a barrel roll” জিজ্ঞাসা করেন তবে দেখুন কি হয়! আপনার স্ক্রিনটি ৩৬৫ ডিগ্রি ঘুরে আবার ঠিক হবে।
বেকন নাম্বার (Bacon number): ক্যালভিন বেকন হলিউডের একজন স্বনামধন্য অভিনেতা। তিনি হলিউডে প্রচুর কাজ করেছেন ফলে যে কোন অভিনেতার কাজ ক্যালভিনের কাজের সাথে তুলনা করে নাম্বারিং করতে পারবেন। প্রতিটি অভিনেতার কাজকে মূল্যায়ন করতেই গুগলের এই ভিন্ন পদক্ষেপ। যদি কেউ কোন সেলিব্রেটির নাম টাইপ করে তবে " বেকন সংখ্যা " দ্বারা অনুসরণ করে সেলেব্রিটি ফুটলুজ স্টার হিসেবে তিনি কতটা যুক্ত তা বের করে।
ব্লিঙ্ক সার্চ (Blink search): ব্লিঙ্ক সার্চ (“blink html”) করলে লেখাগুলো বিঙ্ক আকারে দেখতে পাবেন।
এটরি(Atari): এটি হচ্ছে কাজের সময় খেলার সবচেয়ে সহজ উপায় যেখানে আপনি ভাব দেখাবেন আসলে আপনি শুধু একটা ছবি দেখছেন আর কিছু না। গুগল ইমেজ সার্চে গিয়ে “Atari breakout” লিখলেই নিজেকে খুঁজে পাবেন খেলার মাঝে।
লোনলিয়েস্ট নাম্বার (The Loneliest Number): আপনি যদি গুগলকে জিজ্ঞাসা করেন কোনটি সবচেয়ে একাকী সংখ্যা (loneliest number) তখন সাথে সাথেই জানাবে সংখ্যাটি হচ্ছে ১।
রেট্রো গুগল(Retro Google): ২০ বছর আগে গুগল দেখতে কেমন ছিল তা দেখতে পাবেন “Google in 1998,” লিখলে।
রিকারশন (Recursion): রিকারশনের অর্থ বার বার একই কাজের পুনরাবৃত্তি তা যারা জানেন না তারা গুগলে recursion লিখে সার্চ করলে গুগল ও একটি প্রশ্নের মাধ্যমে রিকারশন এর অর্থ খুঁজছে কিনা জিজ্ঞাসা করবে।
ব্লুমুন (Blue Moon): “once in a blue moon” মানে যা প্রতি বছরে শুধু একবারই ঘটে।
নেগএর‍্যাম (Nag a ram): (“nag a ram.”) হচ্ছে কতোগুলো অগোছালো শব্দগুচ্ছকে সাজিয়ে নতুন শব্দ গঠন।

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment