এন্ড্রয়েড ডেভেলপমেন্ট [পর্ব ৪৯] :: এন্ড্রয়েড এ AnimationUtils ক্লাস এর ব্যবহার-১

আজকের পর্বে আমরা এন্ড্রয়েড এ AnimationUtils ক্লাস সম্পর্কে পরিচিত হব।এই ক্লাস দিয়ে কোন টেক্সট অথবা ইমেজ কে বিভিন্ন ধরনের অ্যানিমেশান এ অ্যানিমেট করা যায়।এর একটি public constructor রয়েছে যার নাম AnimationUtils()। এছাড়াও এর বেশ কিছু পাবলিক মেথডও রয়েছে। এর বেশ কিছু গুরুত্তপূর্ণ ফাংশণ রয়েছে যেমনঃ
  • Start()
  • setDuration(long duration)
  • getDuration()
  • end()
  • cancel()
সাধারন একটি অ্যানিমেশান initialize করে দেয়ার জন্য একে নিচের মত করে শুরু করে দিতে হয়।
ImageView image1 = (ImageView)findViewById(R.id.imageView1);
image.startAnimation(animation);
এছাড়াও টেক্সট বা ইমেজকে alpha, scale, rotate, translate বিভিন্নভাবে অ্যানিমেট করার জন্য এর নির্দিষ্ট কিছু Animation Resource রয়েছে যা এই লিঙ্ক এ গেলে পাবেন।
যেখানে অ্যানিমেশান এর XML ফাইল res এর একটি নির্দিষ্ট ফোল্ডার এ সেভ করে রাখতে হয়।তারপর এর সংশ্লিষ্ট জাভা ফাইল এ প্রয়োজনীয় কোড করে অ্যানিমেশানটি initialize করে দিতে হয়।
এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর সর্বশেষ পর্ব সম্পর্কে নোটিফিকেশান পেতে লাইক করুন ফেসবুকের এই পেইজে এ।





Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment