চুমু দিয়ে আনলক করুন আপনার স্মার্টফোনটি !
স্রেফ চুম্বনেই আনলক করুন স্মার্টফোন! কথাটা সত্যিই! নিত্য দিনের নতুন প্রযুক্তির সাহায্যে মানুষ হরেক রকমেরই ফিচার দেখছেন স্মার্টফোনের। কোনওটাতে চোখের চাহনিতে খুলে যায় স্ক্রিন লক, কোনওটাতে বা হাওয়ায় হাত নাড়লে ধরে নেওয়া যায় ‘ইনকামিং কল’। তা সে হোক না অ্যান্ড্রয়েডের ‘আইসক্রিম স্যান্ডউইচ’ বা ‘জেলি বি’, নবাগত মডেলটি প্রত্যহই পিছিয়ে ফেলছে আগের ভার্সানটিকে।
টেক্কা দিল মাইক্রোম্যাক্স। বিশ্বাস হচ্ছে না? শুধুমাত্র একটি চুম্বনে খুলে যাবে মাইক্রোম্যাক্সের নয়া ফোনের স্ক্রিন লকের রুদ্ধ দ্বার। স্মার্টফোনের জগতে, স্ক্রিন আনলক করার হাজার একটা ফিচারের মধ্যে এটিই সব চাইতে নতুন। এতদিন অন্যান্য স্মার্টফোন, আপনার ছবি, চোখের চাহনি অথবা হাতের বিশেষ কোনও মোশনটির দ্বারা আনলক করেছে ফোনটিকে। এবারে ঠোঁটের সেনসরটিকে নিয়ে মাইক্রোম্যাক্স ক্যানভাস ৪ খুলে দেবে লক করা স্ক্রিন। এছাড়াও স্যামসাঙের গ্যালাক্সি ৪ থেকে নেওয়া ভিডিও আই ট্র্যাকিং ফিচারটি পাবেন এই ক্যানভাস ৪-এ। মানে, কোনও ভিডিও চলাকালীন, চোখ সরালেই সেনসরে নিজে থেকেই ‘পজ’ হয়ে যাবে ভিডিওটি। ফের চোখ ফিরিয়ে তাকালেই নিজে থেকে চলতে থাকবে ভিডিওটি ‘রিজিউম’ করে।
সত্যি কথা কী, মাইক্রোম্যাক্সের লেটেস্ট সংযোজন, এই ক্যানভাস ৪ এগিয়ে রইল তাদের ক্যানভাস এইচডি-র থেকেও অনেকটাই! সদ্য বাজারে আসা এই স্মার্টফোনটির ক্রয় মূল্য মাত্র ১৭,৯৯৯ টাকা। আর এতেই আপনি পেয়ে যাবে ‘জেলি বিন’ অ্যান্ড্রয়েড ৪.২ ভার্সানটি। শুধু তাই নয়, ফোনটিতে ইন্টারন্যাল ১ জিবি র্যাম ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এই বাজারে এই দামে একটু নজরকাড়ার জিনিসই বটে। যদিও এর আগের মডেলের মতোই ক্যানভাস ৪-এর স্ক্রিনটি সেই ১৩ ইঞ্চিরই, তবু সবদিক থেকেই প্রযুক্তিগতভাবে হিট হতে চলেছে ফোনটি।
আর কিছু ভাববেন না। কাছের মানুষটি যদি চুম্বনে নারাজ থাকে, ক্ষতি নেই, আশ মিটিয়ে চুমু খান আপনার প্রিয় স্মার্টফোনকেই।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon