কাপড় কাচবে রোবট

কাপড় কাচতে কাচতে বিরক্ত? আশার কথা হচ্ছে, অচিরেই আপনার এ দুরবস্থা কাটতে যাচ্ছে। আপনাকে এ ঝামেলা থেকে উদ্ধারে প্রস্তুত রোবট প্রযুক্তি। সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত এক বিজ্ঞানী স্বয়ংক্রিয়ভাবে কাপড় কাচতে পারে এমন রোবট তৈরি করেছেন। খবর আইএএনএসের।
ইউনাইটেড টেকনোলজিস রিসার্চ সেন্টার, বার্কলের গবেষক সিদ্ধার্থ শ্রীবাস্তব বলেন, ‘টেবিল পরিষ্কার, কাপড় কাচা কিংবা দৈনন্দিন কাজে সাহায্য করার মতো কল্পনায় থাকা সাহায্যকারী রোবটের বিষয়টি সত্যি হতে চলেছে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনে কাপড় ধুতে সক্ষম এমন রোবট দেখানো হয়েছে।
মানুষ যেভাবে কাপড় কাচে সেই পদ্ধতিকে এই রোবটের ক্ষেত্রে কাজে লাগিয়ে আশানুরূপ ফল পাওয়ার দাবি করেছেন গবেষকেরা। তাঁদের দাবি, কাপড় কাচার সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি কাজ এই রোবটটিকে দিয়ে পরীক্ষা করানো হয়েছে। এ জন্য রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করে আশানুরূপ ফলও পাওয়া গেছে।

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment